বিগত দু-তিনদিনে বেশ কয়েকটি ভারতীয় উড়ানে পরপর বোমতঙ্ক দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় যাত্রীবাহী বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনই একটি হুমকি দেওয়া হয়েছিল মাদুরাই থেকে সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক বিমানে। আর সেই বোমাতঙ্কের জেরে সেই বিমানটিকে এসকর্ট করে বিমানবন্দে অবতরণ করায় সিঙ্গাপুরের দুটি ফাইটার জেট। ঘটনাটির বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী এনজি এং হেন। (আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ১০টি ভরতীয় উড়ানে বোমাতঙ্ক, একের পღর এক বিমান উড়িয়ে দেওয়ার হুমকি)
আরও পড়ুন: আমরা চেয়েছিলাম কানাডার দাবিকে গুরুত্ব দিক ভারত, তবে তারা ত🧔ো অন্🍎য পথে হাঁটছে: USA
আরও পড়ুন: কানাডা ইস্যুতে মোদীর পাশে CPIM, ট্রুডোর 'সুরে' কেন্দ্রকে প্রশ্ন 🌠TMC সাংসদের
তিনি নিজের পোস্টে লেখেন, 'এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সিঙ্গাপুরগামী এক বিমানকে হুমকি ইমেল পাঠানো হয়েছিল। এরপর আমাদের রয়্যাল সিঙ্গাপুর এয়ারফোর্সের এফ-১৫এসজি যুদ্ধবিমানকে পাঠানো হয়। সেই দুই যুদ্ধবিমান এসকর্ট করে এয়ার ইন্ডিয়ার উড়ানটিকে জনবহুল এলাকার আকাশসীমা থেকে দূরে নিয়ে যায় এবং পরবর্তীতে সেই বিমানকে নিরাপদে ছাঙ্গি এয়ারপোর্টে অবতরণ করতে সাহায্য করে। এই গোটা সময় মাটিতে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং বোমা নিষ্ক্রিয়কারী দল প্রস্তুত ছিল। বিমানটি অবতরণ করতেই তদন্ত শুরু হয়। এই ঘটনায় যারা বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সাহায্য করেছে, তাঁদের অসংখ্য ধন্যবাদ।' (আরও পড়ুন: ২৭,৮৭০.১৬ কোটি টাকা তুলতে IPO ছেড়েছে হুন্ডাই,গ্রে মার্কে⛎টে কত দর উঠেছে শেয়ারের?)
উল্লেখ্য, গত দু'দিনে পরপর বিমান উড়িয়ে দেওয়ার হুমকি। জানা গিয়েছে, অন্তত ১০টি উড়ানে বোমাতঙ্ক দেখা দিয়েছিল এই দুই দিনে। সবকটি ক্ষেত্রেই এই হুমকি ভুয়ো বলে জানা গিয়েছে। তবে এই ধরনের ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুরগামী এই বিমাবটি ছাড়াও আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে গত ৪৮ ঘণ্টায়। এর মধ্যে রয়েছে দিল্লি থেকে টেকঅফ করা শিকাগোগামী এক উড়ান। এয়ার ইন্ডিয়ার সেই উড়ানে ২১১ জন যাত্রী ছিলেন। পরে সেই বিমানটিকে কানাডার দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানেই নিরাপদে সেটি অবতরণ করেছিল। (আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সরাসরি জড়িত আর্থিক তছরুপের সঙ্গে, আমাদ🔥ের হাতে প্রমাণ আছে: ইডি)
জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টায় যতগুলি হুমকি এসেছে, তার মধ্যে ৭টি করা হয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এর মাধ্যমে। এর জেরে কোনও ক্ষয়ক্ষতি অবশ্য হয়নি। তবে চরম ভোগান্তি পোহাতে হয়েছে কয়েকশো যাত্রীকে। উড়ান সংস্থাগুলিও বিপাকে পড়েছে এর জেরে। এর আগে গত ১৩ অক্টোবরও মুম্বই থেকে উড়ে যাওয়া দু'টি বিমান এবং একটি ট্রেনে বোমা রয়েছে বলে হুমকি বার্তা এসেছিল। সেদিন মুম্বই থেকে উড়ে যাওয়া নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়া উড়ানে বোমাতঙ্ক দেখা দিলে সেটি দিল্লিতে জরুরি অবতরণ করಞেছিল। এছাড়াও সেদিন মুম্বই-মাস্কট ইন্ডিগোর উড়ান, মুম্বই-হাওড়া মেলেও 🐲একইরকম হুমকি দেওয়া হয়েছিল। হাওড়াগামী ট্রেনে বোমা থাকার বার্তা আসার পরই সেটিকে জলগাঁওয়ের কাছে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়েছিল। তবে কোনও বোমা মেলেনি।