সচিন সাইনি
সদ্য সুপ্রিম কোর্ট, নুপূর শর্মার মন্তব্য নিয়ে তাঁকে দেশের অশান্তির জন্য দায়ী বলে কড়া পর্যবেক্ষণ দিয়েছে। এরপরই নুপূর শর্মাকে ঘিরে ফের নতুন করে ক্ষඣোভ প্রকাশ পাচ্ছে পয়গম্বর বিতর্ক ইস্যুতে। সদ্য এক ভাইরাল ভিডিয়োয় আজমেঢ়ের এক ব্যক্তি নুপূর শর্মার শিরোচ্ছেদের হুঙ্কার দিয়েছেন।
আজমেঢ়ের ওই ব্যক্তি, নুপূর শর্মাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'যে নুপূর শর্মার শিরোচ্ছেদ করবে, তাকে আমার বাড়ি আর সম্পত্তি দিয়ে দেব'। যে ব্যক্তি এমন মন্তব্য করেছেন তাঁর নাম সলমন চিস্তি বলে জানা গিয়েছে। এমন বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে নয়া বিতর্কের ঝড়। আজমেঢ় পুলিশ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় মামলা দায়ের করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগে উস্কানি সহ বিভিন্ন অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এদিকে, জানা গিয়েছে, যে ব্যক্তি এমন মন্তব্য করেছেন, তিনি আপাতত নিখোঁজ। উদয়পুরে কানহাইয়ালালকে হত্যার আগে রিয়াজ নিজে এই ধারা🧔লো অস্ত্র বানিয়েছিল! এরপর?