উদয়পুরে কানাইয়ালালকে নৃশংসভাবে খুন করার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এদিকে তাৎপর্যপূর্ণভাবে উদয়পুরের ঘটনার পরে সামনে আসছে রাজস্থানের দরগা আজমীর শরিফের কথা। শান্তি ও সৌভ্রাতৃত্বের প্রতীক বলে পরিচিত আজমীর শরিফ। সূত্রের খবর ওই দরগার এক খাদিম নূপুর শর্মার মাথা কাটার স্লোগান তুলেছিলেন বলে অভিযোগ। ওই দরগার খাদিম গওহর চিস্তি বিতর্কিত কিছু মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। কানাইয়ালালকে হত্যার আগে তিনি রিয়াজের সঙ্গেও দেখা করেছিলেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। এর পর থেকেই সেই সুফি দরগা এড়িয়ে চলছেন অনেকেই।তবে এই ঘটনায় এবার মুখ খুলেছেন চিস্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি সৈয়দ সলমন চিস্তি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই স্লোগানের সঙ্গে দরগার কোনও সম্পর্ক নেই।তিনি জানিয়েছেন, আমরা এই অমুসলমান ও অমানবিক স্লোগানকে বয়কট করছি। যারা এই ধরনের স্লোগান তুলছেন তারা হিংসা, খুন, ধ্বংসের জন্য় দায়ী। এদিকে এই প্ররোচনামূলক স্লোগানের জেরে এই সুফি দরগা এড়িয়ে চলতে চাইছেন অনেকেই। ধর্মপ্রাণ অনেকেই আর ওই পথে আসছেন না। স্থানীয় বিক্রেতাদের কেনাকাটাও কমছে। অনেকেই আতঙ্কে দরগার পথে যাচ্ছেন না। স্থানীয় এক বিক্রেতা জানিয়েছেন, দরগার কাছে দোকান খুলে বসছেন বিক্রেতারা। কিন্তু বিক্রিবাটা একেবারেই নেই। ওই ঘৃণাসূচক স্লোগান মানতে পারছেন না অনেকেই। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে গত কয়েকদিনে প্রায় ৫০ কোটি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।স্থানীয় এক হোটেল মালিক বলেন, ওই ঘৃণাসূচক মন্তব্যের পরে আর কেউ আসতে চাইছেন না। ঘর সব খালি পড়ে রয়েছে।