সমাজবাদী পার্ট📖ির প্রধান অখিলেশ যাদ❀বকে এককালে তাঁরই বাবার করা দাবি নিয়ে খোঁচা দিলেন যোগী আদিত্যনাথ। এর আগে অখিলেশ দাবি করেন তিনি একজন 'বড় হিন্দু'। এর জবাবে এবার যোগী অখিলেশকে মনে করান যে মুলায়ম সিংহ যাদব এককালে বলেছিলেন অযোধ্যায় কোনও পাখিও বসতে পারবে না। তবে সেখানেই রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে। তিন বছরের মধ্যে সেই মন্দির নির্মাণ হয়ে যাবে।
এর আগে অখিলেশ যাদব বলেন, 'আমি বলতে চাই যে বিজেপির থেকে বড় হিন্দু। বিজেপি হিন্দুর যেই সংজ্ঞা, তা আমার চাই না। যারা হিংসা ছড়ায়, সমাজে ভাঙন ধরায়, একে অপরের সঙ্গে লড়াই করায়... আমি এদের থেকে বড় হিন্দু। যদি পুজো করার বিষয়ে কথা বলা হয় তাহলে আমার সফইয়ের বাড়ꦬি দেখান। আমার জন্মের আর কতদিন হয়েছে। আম❀াদের ওখানে মন্দির আমার জন্মের বহু আগে থেকে রয়েছে। নেতাজি (মুলায়ম সিং যাদব) হনুমানজির বড় ভক্ত। তহলে আমি হিন্দু হলাম না বিজেপি? যে পাপ করে, সেকি কখনও হিন্দু হয়?' পাশাপাশি অখিলেশ দাবি করেন তাঁর দল আগমী বছরের নির্বাচনে ৪০০ আসনে জিতবে।
এর জবাবে যোগী আদিত্যনাথ বলেন, 'ভাগ্যিস ৪০০ আসন বললেন... আমি তো ভাবলাম উনি বলবেন ৫০০ আসনে জিতবে তাঁর দল। আর আমরা সবসময় বলেছিলাম যে মন্দির ওখানেই তৈরি হবে। ১৯৯০ সালে আমরা বলেছিলাম যে এই জায়গায় লালা বিরাজমান রয়েছেন। তখন লোকেরা গুলি চালিয়েছিল আমাদের উপর। আপনার আব্বাজান বলেছিলেন যে অযোধ্🅺যায় কোনও পাখিও বসতে পারবে না। তবে সেখানেই রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে। তিন বছরের মধ্যে সেই মন্দির নির্মাণ হয়ে যাবে। মন্দিরের কাজ শুরু 🦋হয়ে গিয়েছে। শীঘ্রই এবার তা তৈরি হয়েছে যাবে।'