বাংলা নিউজ > বিষয় > Mulayam singh yadav
Mulayam singh yadav
সেরা খবর
সেরা ভিডিয়ো
দেশের বিভিন্ন সময়ে বহু বিধ ঘটনার সাক্ষী থেকেছে সংসদভবন। বহু ঐতহাসিক ঘোষণা থেকে শুরু করে স্মরণীয় মুহূর্ত ধরা দিয়েছে সংসদের ইতিহাসে। কক্ষের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পার্টিলাইনে বিপক্ষকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায় থাকে। তবে ব্যক্তিগত স্তরে রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে যে সৌজন্য রয়েছে, তা আরও একবার প্রমাণিত হল এই ঘটনায়। সংসদভবনে বর্ষীয়ান সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদবকে দেখেই পা ছুঁয়ে তাঁকে প্রণাম করতে এগিয়ে যান বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি। মুলায়মের পা ছুঁতেই স্মৃতির মাথায় হাত রেখে আশির্বাদ করতে দেখা যায় বর্ষীয়ান সপা নেতাকে।
সেরা ছবি
৮২ বছর বয়সে গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত ‘নেতাজি’ মুলায়ম সিং যাদব। ১৯৩৯ সালের ২২ নভেম্বর মুলায়মের জন্ম হয়েছিল তৎকালীন ইউনাইটেড প্রোভিন্সের ইটাওয়া জেলার সাইফাই গ্রামে। ইটাওয়ার কর্মক্ষেত্র পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, শিকোহাবাদের একে কলেজ এবং আগরা বিশ্ববিদ্যালয়ের বিআর কলেজ থেকে পড়াশোনা করেছিলেন মুলায়ম। এবং ছাত্রাবস্থাতেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি।