প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা লোকসভা সাংসদ মুলায়ম সিং যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেশ ক💮য়েকদিন ধরেই অসুস্থ অবস্থায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি তাঁর মূ্ত্রনালীতে সংক্রমণ দেখা দিয়েছিল। ধারাবাহিক চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।
গত রবিবার হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছিল তাঁকে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শ্বাস নিতে সমস্যায় পড়ছিলেন মুলায়ম। উল্লেখ্য, গত দেড় মাস ধরে হꦇাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম সিং যাদব। তিনি খাবারও খেতে পারছিলেন না। এর জেরে নলির মাধ্যমে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছিল।
এর আগেও জুন মাসে মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। জুলাই মাসে মুলায়ম সিংয়ের স্ত্রী মারা যান। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। গত কয়েকদিন ধরে মেদান্ত হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি ছিলেন মুলায়ম সিং যাদব। তবে রবিবার তা🦩ঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আর আজ সকালে তিনি প্রয়াত হন।