মাত্র একঘণ্টার মধ্যে ৬০০ জনকে গুলি করে খুন করল আল-কায়দার মদতপুষ্ট জঙ্গিরা! পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার বুরকিনা ফ্যাসোয়। ফ্রান্সের গুপ্তচর সংস্থার হাতে আসা তথ্য অনুসারে একটি রিপোর্ট ♎প্রকাশ করে এই দাবি করা হচ্ছ🅺ে।
সংশ্লিষ্ট রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ অগাস্ট মর্মান্তিক এই 🎐ঘটনাটি ঘটে। ওই দিন বুরকিনা ফ্যাসোর বার্সালোঘো শহরতলির একটি গ্রামে হামলা চালায় আল-কায়দা মদতপুষ্ট জঙ্গিরা। সেই সময়েই তারা ৬০০ জনকে খুন করে!
ফরাসী গুপ্তচর সংস্থার দাবি, ওই দিꦦনের জঙ্গি হামলায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের অধিকাংশই মহিলা। তাছাড়া﷽, নিহতদের মধ্যে অসংখ্য শিশু, কিশোরও রয়েছে। তথ্য বলছে, এত বড় ও ভয়ঙ্কর গণহত্যার ঘটনা এর আগে কখনও এখানে ঘটেনি।
তবে, এই অঞ্চলে জঙ্গি হামলা নতুন কিছু নয়। সূত্রের দাবি, এইসব এলাকার স্থানীয় বিদ্রোহীদের সরাসরি মদত দেয় আল-কায়দা ও ইসলামিক স্টেট (আইএস)। ২০১৫ সাল 🐓থেকেই এই জঙ্গিরা এখানকার মানুষের জীবন অতীষ্ট করে রে🐽খেছে।
সংশ্লিষ্ট মহলের আরও দ💟াবিꦰ, প্রতিবেশী রাষ্ট্র মালিতেই মূলত ঘাঁটি গেড়ে রয়েছে এই জঙ্গিরা। যাদের মধ্যে অন্যতম হল জামাত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)।
আল-কায়দা সরাসরি এই জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করে। জেএনআইএম-এর ঘাঁটি রয়েছে প্রতিবেশী রাষ্ট✨্র মালিতে। সেখান থেকেই তারা লাগাতার বুরকিনা ফ্যাসোয় হামলা চালায়।
সূত্রের দাবি, আল-কায়দার মদতপুষ্ট এই জঙ্গিরাই সেদিন মোটরবাইকে 𓂃চড়ে শহরতলির ওই গ্রামে ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি চালিয়ে একঘণ্টার মধ্যে ৬০০ জন নিরীহ বাসিন্দাকে খুন করে।
যদিও মৃতের সংখ্যা নিয়ে নানা মহলে মতভেদ রয়েছে। রাষ্ট্রসংঘের দাবি, এই ঘটনায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন। অন্যদ🌳িকে, অভিযুক্ত জঙ্গিগোষ্ঠীর তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, তারা ৩০০ জন 'যোদ্ধা'র প্রাণ নিয়েছে।
তবে, ফরাসী সরকা꧟রের গুপ্তচর সংস্থার হাতে যে তথ্য এসেছে, তা সবথেকে ভয়ঙ্কর। সেই তথ্য উদ্ধৃত করেই সিএনএন খবর করেছেন, উল্লেখিত হামলার ঘটনায় কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়েছে এবং গোটা ঘটনাটি ঘটেছে মাত্র একঘণ্টার মধ্যে!
ঘটনার প্রত্যক্ষদর্শীরা 💝জানিয়েছেন, রোজের হামলার হাত থেকে নিষ্কৃতী প💙েতে ওই দিন বার্সালোঘো শহরতলি গ্রামীণ এলাকার বাসিন্দারা তাঁদের গ্রামের চারপাশে সুরক্ষা পরিখা খননের কাজ করছিলেন।
সেই সময়েই জঙ্গিরা মোটরবাইকে চড়ে গ্রামে ঢ🐬ুকে পড়ে এবং যাঁরা পরিখা খননের কাজ করছিলেন, মূলত তাঁদের লক্ষ্য করেই গুলি ছুড়তে শুরু করে। মুহূর্তে শয়ে-শয়ে মানুষের মৃত্যু হয়। রক্তে𝔉 ভেসে যায় গোটা এলাকা।
হামলার🐲 যে ভিডিয়ো ইতিমধ্য়ে প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, অনেকেই প্রাণ বাঁচাতে মাটিতে শুয়ে পড়ে মরার ভান করছেন। তাতেও অবশ্য সকলে নিজেকে বাঁচাতে পারেননি।