মনোপলি আইন ভাঙায় এবার ই–কমার্স সংস্থা আলিবাবার বিরুদ্ধে জরিমানা করল চিনা প্রশাসন। আলিবাবার বিরুদ্ধে ২৭৮ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে, যা নজিরবিহীন। এর আগে, চিনা প্রশাসনের তরফে এত বেশি টাকা জরিমানা করা হয়নি।চিনা সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, আলিবাবাকে যত টাকা জরিমানা করা হয়েছে, তা ২০১৯ সালে সংস্থার যে পরিমাণ বিক্রি হয়েছিল, তার ৪ শতাংশের সমান। একইসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ২০১৫ সালের পর থেকে সংস্থার তরফে একাধিক আইনভঙ্গের অভিযোগ এসেছে। গত বছর ডিসেম্বর মাসে চিনা প্রশাসন আলিবাবা সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। শনিবার তদন্তের কাজ শেষ হয়। তদন্ত শেষ হওয়ার পর প্রশাসনের তরফে আলিবাবা সংস্থাকে সব ধরনের অবৈধ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মনোপলি আইন ভাঙার জন্যই আলিবাবা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তদন্তে উঠে এসেছে, ২০১৫ সাল থেকে আলিবাবা সংস্থা নিজের কর্তৃত্বকে কাজে লাগিয়ে অন্য কোনও ব্যবসায়ী অনলাইনে ব্যবসা করতে বাধা দিচ্ছিল। পাশাপাশি নিজের সংস্থার প্রচারকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য প্রতিযোগিতামূলক ক্ষেত্রকেও ব্যবহার করছে। জরিমানার সঙ্গে সঙ্গে চিনা প্রশাসনের তরফে গাইডলাইন পেশ করা হয়, যার মাধ্যমে আলিবাবা সংস্থাকে ভুল শুধরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টানা তিন বছর নজরদারি চালিয়ে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে।ন্যাশনাল স্ট্র্যাটিজিক ইনস্টিটিউটের গবেষক লিউ জু জানান, আলিবাবা সংস্থাকে যে পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে, তা নিতান্তই প্রতীকী।২৭৮ কোটি মার্কিন ডলার জরিমানা আলিবাবার মতো সংস্থার কাছে বড় কিছু নয়। চিনের ইন্টারনেট প্ল্যাটফর্মে এর বিশেষ কিছু প্রভাব পড়বে না।