বাংলা নিউজ > ঘরে বাইরে > All Train Tickets to be confirmed: 'ওয়েটিং' বলে আর কিছু থাকবে না, ট্রেনে টিকিট কাটলেই তা হবে কনফার্ম, দাবি রিপোর্ট
সম্প্রতি উৎসবের সময় ট্রেন স্টেশনে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে। বিহারগামী ট্রেনে উঠতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কনফার্ম টিকিট থাকা ব্যক্তিরাও নাকি যাত্রীদের ভিড়ে ট্রেনে উঠবে পারেননি। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার পদক্ষেপ করতে চলেছে রেল মন্ত্রক। সম্প্রতি রেলমনত্রী ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছরে ৩০০০টি নতুন ট্রেন চালু করা হবে দেশে। পাশাপাশি রেল মন্ত্রকের সূত্রে নাকি এনডিটিভিকে বলা হয়েছে, আগামী ২০২৭ সালের মধ্যে রেলের ব্যবস্থা এমন করা হবে যে, কোনও যাত্রী টিকিট কাটলে তা কনফার্মই হবে। আর ওয়েটিংয়ের ঝক্কি পোহাতে হবে না কাউকে। (আরও পড়ুন: ৫ বছরে ৩০০০ নতুন ট্রেন চালু করা 🔴হবে, বড় ঘোষণা রেলমন্ত্রীর, ছুট💝বে ৪০০টি বন্দে ভারত)