জ্ঞানবাপী মসজিদে হিন্দু দে⭕বতাদের পুজো নিয়ে দাবি জানিয়ে হিন্দুপক্ষের মামলা বজায় রাখাকে চ্য়ালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিল অঞ্জুমান ইনতেজামিয়া কমিটি। জ্ঞানবাপী শৃঙ্গার গৌরী মামলায় মুসলিম পক্ষের আর্জি খারিজ করে কোর্ট জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদে হিন্দ𝓡ু দেবতাদের পুজোর অনুমতি নিয়ে হিন্দুপক্ষের মামলা বজায় রাখা যাবে। এর আগে, হিন্দু পক্ষের তরফে মসজিদে হিন্দু দেবতাদের পুজো করার অনুমতি চেয়ে কোর্টে মামলা করা হয়েছিল।
এদিন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জে জে মুনিরের বেঞ্চ এই মামলার রায় দিয়েছে। তাঁর সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। এর আগে বারণসী কোর্টে এই মামলায় হিন্দুপক্ষের আর্জিতে সায় দেওয়া হয়। মসজিদে হিন্দু দেবদেবীর পুজোর মামলাকে বজায় রাখা যায় বলে বার্তা দিয়েছিল কোর্ট। সেই একই বার্তা এবার এল এলাহাবাদ কোর্টের তরফে। এর আগে, বারাণসী কোর্টের তরফে আসা মামলাকে চ্য়ালেঞ্জ করে মুসলিম পক্ষ অঞ্জুমান ইনতেজামিয়া কমিটি। সেখানে তাদের মামলা খারিজ হতেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। এর আগে পাঁচ মহিলার তরফে একটি পিটিশন দায়ের করা হয়। সেখানে দাবি করা হয়, এই পুজো যাতে তাঁদের করতে দেওয়া হয়, তা নিয়ে। তাঁদের দাবি ছিল, মসজিদের বাইরের দেওয়ালের কোনও এক অংশে রেয়েছে হিন্দু দেব দেবীর মূর্তি। মুসলিম পক🔥্ষের দাবি ছিল, ১৯৯১ সালের ওয়ারশিপ অ্যাক্টে কোনও মতেই এই আবেদনের শুনানি হতে পারে না।
এদিকে, এলাহাবাদ হাইকোর্টের রায়ে এবার জ্ঞানবাপী মসজিদের চত্বরে চৈত্রের চতুর্থ দিন ও বাসন্তিক নবরাত্রিতে ওই মহিলারা পুজে করতে পারবেন। এদিকে, এলাহাবাদ হাইকোর্টের রায়ের ফলে বারাণসী কোর্টের রায় থাকল বহাল। ফলে মুসলি পক্ষ অঞ্জুমান ইনতেজামিয়া কমিটির আবেদন খারিজ হল হাইকোর্টে। সেক্ষেত্রে এই আবেদ༺ন নিয়ে তারা পরবর্তী কোন স্তরে যান সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।