আরজি করে তরু♉ণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। প্রশ্ন উঠেছে হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। ঠিক সেই আবহে একজন মহিলা চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সিওন হাসপাতালে। রোগী এবং তাঁর আত্মীয়রা মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করেছে বলে অভিযোগ। আরজি করের ঘটনার আবহে মুম্বইয়ের ไঘটনায় ফের প্রশ্ন উঠেছে ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে।
আরও পড়ুন: RG করের চিকিৎসকের বিচার চജাই- প্রতিবাদ পাকিস্তান,▨ অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশে
জুনিয়র ডাক্তাররা জানান, ওয়ার্ডে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে, ভোর সাড়ে ৩ টের দিকে। জানা গিয়েছে, অভিযুক্ত রোগী মুখে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তবে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, নিজেকে সামলাতে পারছিলেন না। অথচ চিকিৎসাধীন অবস্থায় রোগী ও🔯 তাঁর স্বজনরা মহিলা ডাক্তারকে গালিগালাজ করেন ও হুমকি দেন।
💜 অভিযোগ উঠেছে যে পরে রোগী-সহ পরিবারের ৫ থেকে ৬ জন মদ্যপ অবস্থায় চিকিৎসককে নিগ্রহ করেন। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে চিকিৎসক হাতে আঘাত পান। পরে তিনি নিরাপত্তারক্ষীদের ডাকলে সেখান থেকে পালিয়ে যা💦ন রোগী ও তার পরিবারের সদস্যরা।
হাসপাতালের প্রধান ডাঃ অক্ষয় মোরে বলেন, ‘ঘটনাটি সকাল সাড়ে ৩ টের দিকে ঘটেছে। রোগী এবং তার আত্মীয়রা মদ্যপ অবস্থায় মহিলা চিকিৎসককে মারধর করেছে। এটা খুবই উদ্বেগের বিষয়।’ তিনি রোগী ও তাঁর পরিবারের লোকজন পলাতক। এই ঘটনার পরেই সিওন থানায় অভিযোগ জানান ওই চিকিৎসক। তার ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করেছে। মহিলা চিকিৎসকের সঙ্🍨গে থানায় যান সিওন হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সংগঠনের প্রতিনিধিরা।