সম্পূর্ণ সুস্থ আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জানালেন তাঁর মেয়ে নন্দনা দেব সেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) প্রখ্যাত অর্থনীতিবিদ জানিয়েছেন, 'বাবা সম্পূর্ণ সুস্থ আছেন।' শুধু তাই নয়, অভিনেত্রী নন্দনা জানিয়েছেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুটি কোর্স পড়াচ্ছেন ৮৯ বছরের অর্থনীতিবিদ। একটি বই নিয়েও প্রখ্যাত অর্থনীতিবিদ ✤কাজ করছেন বলে জানিয়েছেন নন্দনা।
মঙ্গলবার বিকেল ৫ টা ৪১ মিনিটে 'এক্স'-এ বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন নন্দনা। সেখানে হাসিমুখেই দেখা গিয়েছে প্রখ্যাত অর্থনীতিবিদকে। নন্দনা লেখেন, ‘বন্ধুরা আপনারা উদ্বিไগ্ন হওয়ায় ধন্যবাদ। কিন্তু এটা ভুয়ো খবর। বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা সবেই কেমব্রিজে পরিবারের সঙ্গে দারুণ একটা সপ্তাহ কাটালাম। আমরা যখন গতকাল রাতে বিদায় জানিয়েছিলাম, তখন বরাবরের মতো বাবা জড়িয়ে ধরেছিলেন। হার্ভার্ডে সপ্তাহে দুটি কোর্স পড়াচ্ছেন। লিঙ্গ সংক্রান্ত নিজের বই নিয়ে কাজ ক☂রছেন। বরাবরের মতো ব্যস্ত আছেন বাবা।’
মঙ্গলবার স✤েই গুজবের সূত্রপাত হয় একটি টুইট ঘিরে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) ‘ক্লদিয়া গোলডিন’ (Claudia Goldin @profCGoldin) নামে একটি অ্যাকাউন্ট থেকে অমর্ত্য সেনের ছবি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, 'ভয়ংকর একটা খবর। কয়েক মিনিট আগেই আমার প্রিয় অধ্যাপক অমর্ত্য স🔯েন প্রয়াত হয়েছেন। মুখের কোনও ভাষা নেই আমার।'
উল্লেখ্য, সোমবারই অর্থনীতিতে নোবেল পেয়েছেন ক্লদিয়া। কিন্তু তাঁর নামে যে অ্যাকাউন্ট থেকে অমর্ত্য সেনকে নিয়ে টুইট করা হয়, সেটা ভুয়ো বলে স্বীকার করে নেওয়া হয়েছে। ‘ক্লদিয়া গোলডিন’ (Claudia Goldin @profCGoldin) নামে ওই অ্যাকাউন্ট থেকে একটি টুইটে বলা হয়, ‘এটা একটি ভুয়ো অ্যাকাউন্ট। যা ত🉐ৈরি করেছেন সাংবাদিক তোমাসো দেবেনেদেত্তি।’
যদিও প্রাথমিকভাবে সেই টুইট করা হয়নি। সেই পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন যে সত্যিই নোবেলজয়ী ক্লদিয়া টুইট করেছেন। অনেকে শোকপ্রকাশ করতে থাকেন। কিন্তু পরে ভুয়ো খবর উড়িয়ে দেন অমর্ত্য সেনের মেয়ে নন্দনা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নন্দনা জানিয়েছেন যে সোশ্যাল মিডꦰিয়ায় প্রখ্যাত অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে 🍒যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। তাঁর বাবা সুস্থ আছেন।