সব বিমানবন্দরে এয়ারোব্রিজ থাকে না। সেক্ষেত্রে স্ট্রেচার বা হুইলচেয়ারের যাত্রীদের বিমানে তোলা সময়সাধ্য হয়ে যায়। সেই সমস্যার সমাধানেই ‘অ্যাম্বুলিফ্ট’(ambulift)। ১৪ টি বিমানবন্দরে ইতিমধ্যে এটি পাঠিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)।
অ্যাম্বুলিফট কী?
এই অ্যাম্বুলিফ্টগুলি সম্পূর্ণ 'মেড ইন ইন্ডিয়া'। এগুলি মূলত ট্রাকের মতো। পিছনে ছটি হুইল চেয়ার ও দুইটি স্ট্রেচারের মতো জায়গা আছে। সেখানে একজন অ্যাটেন্ডেন্ট থাকবেন। কেবিনগুলি শীততাপ নিয়ন্ত্রিত। ভেন্টিলেশনেরও ব্যবস্থা রয়েছে। আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম বাণিজ্যিক বিমান, উড়ান শুরু ছ🌠োট্ট ডর্নিয়ারেরꦏ, রইল ঐতিহাসিক ছবি
বিমানের কাছে গিয়ে এই পেছনের অংশটি বিমানের দরজার উচ্চতা অনুযায়ী 'লিফট'-এর মতো উঠে যাবে। তার ফলে সিঁড়ির কষ্ট থাকবে না। এক-একটি অ্যাম্বুলিফটের দাম প্রায় ৬৩ লক্ষ টাকা। বর্ত🍸মানে অল্প কিছু টোকেন চার্জের বিনিময়ে যাত্রীদের এই পরিষেবা দেওয়া হবে।
যে ১৪টি বিমানবন্দরে এই সুবিধা পাওয়া যাবে, সেগুলি হল - দেরাদুন, গোরখ পুর, পাটনা, বাগডোগরা, দারভাঙ্গা, ইম্ফল, বিজয়ওয়াড়া, পোর্ট ব্ꦿলেয়ার, জোধপুর, বেলগাঁও, শিলচর, ঝাড়সুগুদা, রাজকোট এবং হুব্বালি। চলতি মাসের শেষেই ডিমাপুর, জোরহাট, লেহ, জামনগর, ভুজ এবং কানপুরের বিমানবন্দরেও এসে যাবে অ্যাম্বুলিফট।
এএআই কেন্দ্রীয় সরকারের ‘অ্যাক্সেসিবল ইন্ডিয়া' প্রচারাভিযানের অধীনে অ্যাম্বুলিফ্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এর ফলে হুইলচেয়ারে থাকা, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষ𝓰ম যাত্রীদের বিমান ভ্রমণের সময় সুবিধা হবে।