পুনের বুকে পাকিস্তান জিন্দাব🧜াদ স্লোগান তুলেছিল পিএফআই। গোটা দেশজুড়ে এনিয়ে বিতর্কের ঝড়। রবিবার এব্যাপারে আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি জানিয়েছেন, পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটি হল তাদের প্রতিবাদের অঙ্গ। তার মানে এটা নয় যে যারা এই স্লোগান তুলেছেন তারা সব পাকিস্তানি। তারা সব পাকিস্তানে চলে যাবে এমনও নয়। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর।
এদিকে এই স্লোগানের অভিযোগকে কেন্দ্র করে তুমুল বিতর্ক মহারাষ্ট্রে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, দুটি 🍸পৃথক ভিডিয়ো সামনে আসছে। এগুলি তদন্ত করে দেখা হবে। তবে মহারাষ্ট্রে কেউ পাকিস💜্তান জিন্দাবাদ স্লোগান দিলে আমরা রেয়াত করব না। দেশদ্রোহীতার অভিযোগও আনা হয়েছে।
পুনের ডেপুটি পুলিশ কমিশন൲ার সাগর পাতিল জানিয়েছেন, তদন্ত চলছে। কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সম্প্রতি দেশজুড়ে পিএফআ𒅌ইয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছিল এনআইএ। এরপরই তার প্রতিবাদে পালটা আন্দোলনে নামে পিএফআই। বিজেপি নেতা চন্দ্রকান্ত পাতিল জানিয়েছেন, ব্যাপারটি অত্যন্ত সংবেদনশীল। জাতীয় সুরক্ষার ব্যাপারটিও জড়িয়ে রয়েছ♓ে এর সঙ্গে।
এদিকে মহারাষ্ট্র প্র🐼শাসনও এনিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে বলে༒ খবর।