কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার গোয়েন্দা দফতরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেন। গোটা দেশের গোয়েন্দা কর্তাদের সঙ্গে তিনি আলোচনায় বসেন। আন্তঃসীমান্ত জঙ্গিবাদ, মাদক পাচার, সন্ত্রাবাদীদের আর্থিক মদত, সাইবার ক্রাইম, সীমান্ত এলাকায় ড্রোনের ব্যবহারের প্রসঙ্গ উঠে আসে আলোচনায়।প্রায় ৬ ঘণ্টা ধরে দিল্লিতে এই আলোচনা হয়েছে। বিভিন্ন রাজ্যের মধ্যে সন্ত্রাসবাদ রুখতে তথ্য আদানপ্রদান করা, রাজ্যগুলির মধ্যে মাদক পাচার রুখতে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গেও এদিন আলোচনা হয়। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মিটিং চলে। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়েন্দা দফতরের আধিকারিকদের নিয়ে দীর্ঘ মিটিং করেছেন। দেশের অভ্যন্তরীন সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের সুরক্ষাকে নিশ্চিত করতে বদ্ধপরিকর। গত আট বছরে নানা উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।এদিন দেশের গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন তিনি। তিনি জানিয়েছেন, স্বাধীনতার পর থেকেই দেশের শান্তি বজায় রাখতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ভারতের গোয়েন্দা বিভাগ।বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আর জঙ্গিবাদে যাদের সমর্থন করছে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই। একসঙ্গে তাদের উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে। না হলে আমরা সফল হব না। পাশাপাশি চরম বামপন্থীদের কার্যক্রমকে দমানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। পাশাপাশি উপকূলের প্রতিটি কোণায় নজরদারি যথাযথ রাখার ব্যাপারেও আলোচনা হয়েছে।