বাংলা নিউজ > ঘরে বাইরে > Amit Shah on Left Wing Extremism: 'হিংসার কোনও স্থান নেই ভারতে', উগ্রবাদী বামপন্থা নিয়ে কড়া বার্তা অমিত শাহ
আত্মনির্ভর ভারতে বামপন্থী উগ্রবাদী আদর্শের কোনও জায়গা নেই বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে অমিত শাহ বলেন, ‘মোদী সরকার বামপন্থী উগ্রবাদেরকে কোনও ভাবে সহ্য করবে না। এই নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’ বামপন্থী উগ্রবাদকে মোকাবিলায় যে নীতি গ্রহণ করেছে, তাতে তিনটি স্তম্ভ রয়েছে বলে জানা গিয়েছে। সেগুলি হল - কৌশলগত ও নির্মম ভাবে হিংসা দমন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুসম্পর্ক তৈরি এবং উন্নয়নে জনসাধারণের অংশগ্রহণ। শাহের কথায়, মাওবাদী উপদ্রব আটকাতে তাদের অর্থ সরবরাহ আটকাতে হবে। (আরও পড়ুন: 🍎স্থায়ী আমানতকারীদের মুখে ফুটবে হাসি, মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে চড়বে E🌃MI)