🐲 ৮৭ বছরের এক শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল। দিল্লির তিলকনগর এলাকার এই ঘটনায় বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে অপরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ ওঠার পরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিল পরিবার। তবে ঘটনায় ১৬ ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেফতার করছে পুলিশ।
♎পুলিশ ও পারিবারিক সূত্রের খবর, তিলকনগরের ওই বাড়িতে ৬৫ বছর বয়সি মেয়ের সঙ্গে থাকেন ওই বৃদ্ধা। গত রবিবার তার মেয়ে কিছু কাজের জন্য বাইরে বেরিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে সেই সময় এক দুষ্কৃতী ঘরের ভিতরে ঢুকে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় প্রথমে গত রবিবার চুরির অভিযোগ দায়ের করেছিলেন ওই বৃদ্ধার মেয়ে। পরে সোমবার তিনি যৌন নির্যাতনের অভিযোগ জানান। প্রথমে পুলিশ যৌন নির্যাতনের অভিযোগ নিতে চাইনি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয় এই ধরনের অভিযোগ করলে ‘পরিবারের বদনাম হবে।’ এরপর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তার পরিবার সরব হতেই অবশেষে পুলিশ যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে।
꧑বৃদ্ধার নাতির বন্ধু টুইটারে লিখেছেন, “পুলিশ সহযোগিতা করছে না। তাদের বলা হয়েছে, ধর্ষণের মামলা করলে ‘বদনাম হবে’। তাদের আরও হয়রানির সম্মুখীন হতে হতে পারে বলে জানানো হয়েছে।" এর আগে তিনি লিখেছিলেন, “দিল্লির তিলকনগরে আমার বন্ধুর ৮৭ বছর বয়সি শয্যাশায়ী দাদিকে ধর্ষণ করা হয়েছিল। তারও আঘাতচিহ্ণ আছে। দিল্লি পুলিশ সহযোগিতা করেনি এবং এফআইআর দায়ের করতে অস্বীকার করছে।"
🍰পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত বৃদ্ধ মহিলার মোবাইল ফোন চুরি করে পালিয়ে গিয়েছিল এবং সেই কারণেই তারা আগে অভিযোগ পেয়ে আইপিসির ৩৮০ ধারায় চুরির মামলা দায়ের করেছিল। পরে অভিযোগের ভিত্তিতে, আরও দুটি ৩৭৬ (ধর্ষণের শাস্তি) এবং ৩২৩ ধারায় তিলকনগর থানায় এফআইআর করা হয়। পুলিশ আরও জানিয়েছে, ৮৭ বছর বয়সি ওই মহিলাকে ধর্ষণের ঘটনার তদন্তে করতে সোমবার একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছিল।
꧙জানা যাচ্ছে, রবিবার দুপুর ১২.৩০ টা থেকে দেড়টার মধ্যে এই ঘটনা ঘটেছে। সেই সময় ওই বৃদ্ধা একাই ছিলেন বাড়িতে। মেয়ে বাড়ি ফেরার পর তিনি তাকে সমস্ত কিছু খুলে বলেন।
ꩵদিল্লি পুলিশের (পশ্চিম) অতিরিক্ত ডেপুটি কমিশনার প্রশান্ত গৌতম জানান, ‘প্রথমে পরিবারের পক্ষ থেকে যৌন নির্যাতনের কথা জানানো হয়নি। পরে জানানো হলে সে বিষয়ে অতিরিক্ত ধারা যোগ করা হয়েছে।’
🌳এদিকে, দিল্লির মহিলা কমিশনার স্বাতি মালিওয়াল জানিয়েছেন, ঘটনার কথা জেনে ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। তারা বৃদ্ধার পরিবারের সঙ্গে দেখা করেন।