মাদ্রাজ হাইকোর্ট মঙ্গলবার জানিয়েছে, গুগল তাদের ভারতীয় অ্যাপ স্টোর থেকে ডিজনির স্ট্রিমিং সার্ভিস সরাতে পারবে না। এর পাশপাশি ইন-অ্যাপ কেনাকাটার ক্ষেত্রে ৪ শতাংশ কম ফি করা উচিত বলে তাদের পর্যবেক্ষণ জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। যা তাদের পেমেন্ট বিজনেস মডেলের জন🐲্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। ভারতে ইন-অ্যাপ পেমেন্টে ১১-২৬ শতাংশ হারে 'সার্ভিস ফি' চাপিয়ে দেওয়ায় গুগলের এই পদক্ষেপ𒅌ের বিরুদ্ধে ডিজনি কোম্পানি একটি মামলা করে। এই মামলা সাম্প্রতিককালের অত্যন্ত হাই প্রোফাইল একটি মামলা। কোম্পানিগুলোর যুক্তি, গুগলের নতুন সার্ভিস ফি সিস্টেম তার আগের সিস্টেমেরই একটি নতুন সংস্করণ মাত্র।
ভারতের জনপ্রিয় ডিজনি+ হটস্টার স্ট্রিমিং অ্যাপ পরিচালনাকারী ডিজনি ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি আদালতে গুগলের🅘 নতুন বিলিং সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে। ডিজনির আইনজীবীরা দাবি করেন, নতুন পেমেন্ট সিসꩵ্টেম না মানলে হটস্টার অ্যাপ সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে গুগল।
মঙ্গলবারের শুনানিতে আদালত জানিয়েছে, ডিজনির এখন গুগলকে চার শতাংশ সার্ভিস ফি দেওয়া উচিত। পাশাপাশি, অ্যাপ স্টোর থেকে স্ট্রিমিং অ্যাপ সরানো উচি🍰ত নয় বলেও গুগল কর্তৃপক্ষের উদ্দেশ্যে বার্তা দিয়েছে আদালত। লিখিত আদেশটি জনসম্মুখে প্রকাশ না করাꩵয় আদেশের বিস্তারিত বিবরণ বা সিদ্ধান্তের যৌক্তিকতা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
সংবাদ সংস্থাগুলি যোগাযোগ করলে এই বিষয়ে গুগলের পক্ষ থেকে কোনও প্র🍬তিক্রিয়া পাওয়া যায়নি। নতুন সার্ভিস ফি সিস্টেমে বলা হয়েছে, গুগল প্লে অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমে বিভিন্ন বিনিয়োগকে সমর্থন করবে। এটি বিনামূল্যে বিতরণ নিশ্চিত করতে হবে এবং ডেভেলপার টুল এবং অ্যানালিটিক পর🐭িষেবাগুলি কভার করতে হবে।
গত অক্টোবরে♕ ভারতের প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী সংস্থা গুগলকে ১১৩ মিলিয়ন ডলার জরিমানা করেছে এবং বলেছে যে গুগলকে অবশ্যই থার্ড পার্টি বিলিং সিস্টেম ব্যবহার করতে দিতে হবে। ডেভেলপারদের বাধ্য করা যাবে না তাদের ইন-অ্যাপ পেমেন্ট ব্যবহার করতে।
গত বছর ইন-অ্যাপ পেমেন্টের ক্ষেত্রে যে সার্ভিস ফি নেওয়া হয়, তা নিয়ে কয়েকটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত মে মাসে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করে সংস্থাটি। এখন দেখার গুগল আদালতের এই সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ শুনে কতটা সহযোগিতা করে। প্রতিটি প্রাইভেট কোম্পানির নিজস্ব ব্যবসায়ীক নীতি রয়েছে, আবার তারা যে দেশে ব্যবসা ജকরছে সেই দেশের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নিয়মনীতি মেনে চলতে হয় প্রতিটি সংস্থাকে। এর ফল পূর্ব পরিকল্পিত বিভিন্ন পলিসেও বদল করতে হয় স্থান ও পরিস্থিতি বিশেষে।