কোনও ব্যবসায়িক বিষয় নয়। বরং ‘ক্লাসমেট’ বিল গেটসের সঙ্গে সমাজসেবা মূলক কাজে একযোগে এগিয়ে চল🐎া নিয়ে আলোচনা করেছেন 🦋আনন্দ মহিন্দ্রা। একদিকে ভারতের ধনকুবের, অন্যদিকে, মার্কিন শিল্পপতি। আনন্দ মহিন্দ্রা সদ্য শেয়ার করেছেন তাঁর বন্ধু বিল গেটসের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের ছবি।
বন্ধু বিল গেটসের লেখা বইয়ের বিনামূল্যের একটি স্বাক্ষর করা কপি সদ্য হাতে পেয়েছেন আনন্দ মহিন্দ্রা। এক টুইটার পোস্টে, ‘বিল গেটসকে আবার দেখে ভালো লাগছে। সতেজভাবে, আমাদের টিমের মধ্যে পুরো কথোপকথনটি হল, তবে আইটি বা কোনও ব্যবসা সম্পর্কে নয় বরং সামাজিক প্রভাবকে বহুগুণ করতে আমরা কীভাবে একসাথে কাজ করতে পারি, তা নিয়ে ছিল কথা। ’ মজা করে মহিন্দ্রা লেখেন, 'যদিও এই বিষয়ে একটি লাভ আমার ছিল, সেটি হল তাঁর অটোগ্রাফ করা একচি বইয়ের কপি আমি পেয়েছি।' সেই অটোগ্রাফ করা বইটির অংশের ছবিও তিনি তুলে ধরেছেন। বিল গেটসের লেখা বিখ্যাত বই ‘রোড আহেড’ এর কপি হাতে পেয়েছেন আনন্দ মহিন্দ্রা। সেখানে আনন্দকে বিল গেটস নিজের ক্লাসমেট বলে আখ্যা দিয়েছেন। একজন টুইটার ইউজার জানাচ্ছেন বিল গেটস ও আনন্দ মহিন্দ্রা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ক্লাসমেট ছিলেন। বহু নেট নাগরিক এই ছবি ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ( তালিবানের হাতে খুন আইএস জঙ্গি! গোপনে নাশকতার ছকেꦐর খবর পেতেই অভিযান)