লাইভ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার আসন্ন আইপিও লঞ্চ ঘিরে তুমুল আগ্রহ দেখা গিয়েছে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের মধ্যে। 🍎জানা গিয়েছে, ইতিমধ্যে ১৩ হাজার কোটি মূল্যের বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে সংস্থা। যদিও অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য আইপিও বরাদ্দ মাত্র ৬ হাজার ৩০০ কোটি টাকা। এই আবহে বরাদ্দ শেয়ারের মূল্যের দ্বিগুণেরও বেশি টাকার প্রতিশ্রুতি দিয়ে বসে রꦬয়েছেন বিনিয়োগকারীরা।
পিটিআই সূত্রে খবর, দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের প্রাথমিক পাবলিক অফার (আইপিও) ৪ মে লঞ্চ করা হবে। ৯ মে তা বন্ধ হবে। আইপিও-র মাধ্যমে সরকার এলআইস💞ি-তে তাদের ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করবে। এর মাধ্যমে সরকারের কোষাগারে আসতে পারে ২১ হাজার কোটি টাকা। এর আগে ফেব্রুয়ারিতে সরকার এলআইসির পাঁচ শতাংশ শেয়ার বা ৩১৬ কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছিল। সেই মতো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-এর কাছে এই সংক্রান্ত নথিও জমা দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে শেয়ার বাজারে অস্থিতিশীলতা দেখা দিলে আইপিও লঞ্চ পিছিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ‘করদাতা হিসেবে জানতে চাই, বি♎দ্যুৎ সঙ্কট কেন?’ গরমে রেগে ফায়ার ধোনি পত্নী সাক্ষী
এদিকে দেশে এখনও পর্যন্ত সবচেয়ে বড় আইপিও ছিল পেটিএম। ২০২১ সালে পেটিএম আইপিও থেকে ১৮,৩০০ কোটি টাকা তুলেছিল। তবে সেই রেকর্ড ছাপিয়ে শেয়ার বাজার থেকে আইপিওর মাধ্যমে ২১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে বলে আশাবাদী এলআইসি কর্তৃপক্ষ। এমনটা হলে এলআইসি-এর আইপিও হবে ভারতীয় স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড়। এদিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে এলআইসি-র বাজার মূলধন ছয় লাখ কোটি টাকা হতে প๊ারে বলে অনুমান করা হচ্ছে।