সংসদে মঙ্গলবার জাতি জনগণনা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় অনুরাগ ঠাকুরের ভাষণ ঘিরে। রাহুল গান্ধীর নাম না করে অনুরাগ জাতি জনগণনা নিয়ে একটি মন্তব্য করেন। তার প্রতিবাদ কংগ্রেসের সাংসদ রাহুল করার পাশাপাশি, সমাজবাদী পার্টির নেতা তথা সাংসদ অখিলেশ যাদবও করেন। অখিলেশ ক্ষোভের বশে প্রশ্ন তোলেন, ‘উনি জাতি কীভাবে জিজ্ঞাসা কꦯরতে পারেন?’ হিন্দিতে অখিলেশের সেই মন্তব্য ‘জাতি ক্যায়সে পুছ লি?’ র পাল্টা জবাবে সোশ্যাল মিডিয়ায় অনুরাগ ঠাকুর একটি পুরনো ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়ো পোস্ট করে অনুরাগের পাল্টা প্রশ্ন ‘জাতি ক্যায়সে পুছ লি▨ অখিলেশ জি?’
কার্যত, সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবের প্রশ্নের সুরেই সুর মিলিয়ে বিজেপির অনুরাগের পাল্টা প্রশ্ন ‘জাতি কীভাবে জিজ্ঞাস๊া করতে পারেন?’ অনুরাগ যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেই ভিডিয়োয় অখিলেশ যাদবের মঙ্গলবার সংসদে করা মন্তব্যটি যেমন রয়েছে, তেমনই একটি পুরনো ভিডিয়োও (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) রয়েছে। ‘জাত’ ইস্যুতে নাম না করে অনুরাগের মন্তব্যের প্রেক্ষিতে সংসদে রাহুল বলেছিলেন, ‘অনুরাগ ঠাকুর আমাকে গালি দিয়েছেন, অপমান করেছেন।’ রাহুলকে সমর্থন করে মঙ্গলবার অখিলেশ বলেন, ‘জাতি কীভাবে জিজ্ঞাসা করতে পারেন?’ অখিলেশের সেই মন্তব্যের ভিডিয়োর সঙ্গে কিছু পুরনো ভিডিয়ো পাশপাশি রেখে পোস্ট করেন অনুরাগ ঠাকুর। পুরনো ভিডিয়োয় দেখা যাচ্ছে, অখিলেশ কোনও এক সাংবাদিকের নাম জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন, ‘ তুমি কি পিছিয়ে পড়া জাতির নাকি?.. নাম কি তোমার? নাম বলো.. নাম বলো… ওহ মিশ্রাজি…। কিছু তো লজ্জা পান, সাংবাদিকতা করুন।' আরও একটি ভিডিয়োয় অখিলেশকে কোনও এক সাংবাদিকের নাম জিজ্ঞাসা করতে দেখা যাচ্ছে, নাম শুনে অখিলেশ বলেন, ‘ইনি তো শূদ্র নন না?’ দুটি ক্ষেত্রে জাত প্রসঙ্গ তুলে ধরে ওই ভিডিয়ো পোস্ট করেন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর।
এদিকে, অনুরাগের মঙ্গলবারের সংসদে ভাষণের অপসারিত অংশ সমেত গোটা বক্তব্যের অসম্পাদিত ভিডিয়ো বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্𝓡র মোদী। কেন অপসারিত অংশের ভিডিয়ো মোদী পোস্ট করেছেন, সেই প্রশ্ন তুলে পাল্টা কংগ্রেস মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনে লোকসভায়। এদিকে, মোদী তাঁর পোস্টে লেখেন,'আমার তরুণ ও উদ্♒যমী সহকর্মী অনুরাগ ঠাকুরের এই বক্তৃতা অবশ্যই শোনা দরকার। তথ্য ও হাস্যরসের একটি নিখুঁত মিশ্রণ, যা ইন্ডি জোটের নোংরা রাজনীতিকে ফাঁস করে দিয়েছেন। '