ভারতে থার্ড পার্টি সেলারের মাধ্যমে এযাবত্কাল মাল বেচেছে অ্যাপেল। কিন্তু এবার সরাসরি নিজেদের দোকানের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে অ্যাপেল। কোম্পানির সিইও টিম কুক 🐎বার্ষিক বৈঠক♏ে শেয়ারহোল্ডারদের এই খবর জানিয়েছেন।
কুক বলেন চলতি বছরেই ভারতে অনলাইন দোকান𝓡 শুরু করবে অ্যাপেল। ভারতে ব্যবসার খুব ভালো সুযোগ আছে বলে মনে করেন টিম কুক। ভারতের মতো বাজার দুনিয়ার অন্য কোথাও নেই বলেই জানান টিম কুক।
প্রসঙ্গত বর্তমানে ক্রোমা ও অ্যামাজনের মাধ্যমে ব্যবসা চালাচ্ছে অ্যাপেল। এর আগে খবর এসেছিল ২০২০ সালে অনলাইন দোকান শুরু করবে অ্যামাজন। ২০২১ সালে রিটেল দোকান খোলা হবে বলে জানিয়েছে অ্যাপেল। মুম্বইয়ে প্রাথমিক ভ𓆉াবে দোকান শুরু করার কথা ভাবছে অ্যাপেল বলে আগে জানা গিয়েছিল। সরকার প্রত্যক্ষ বিদেশি পুঁজির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আগেই শিথিল করেছে।
করোনাভাইরাসের ফলে এবছরে অ্যাপেলের ফোনের বিক্রি কিছুটা প্রত্যাশার থেকে কম বিক্রি হবে বলেও ইঙ্গিত দিয়েছেন টিম কুক। এর আগেই শেয়ারহো♊ল্ডারদের এই বিষয় সতর্ক করে দিয়েছিল অ্যাপেল যে সেলস টার্গেট পূর্ণ করতে পারবে না অ্যাপেল চিনে করোনাভাইরাসের ফলে।