জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার পর সেনা হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে ৩ সাধারণ নাগরিকের। সেই ঘটনার পর থেকেই উত্তপ্ত রয়েছে পুঞ্চ। এই পরিস্থিতিতে সেনাপ্রধ♏ান জেনারেল মনোজ পাণ্ডে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদারভাবে চালানোর জন্য সেনা বাহিনীকে উৎসাহিত করেছেন। তিনি সেনাদের পেশাদার পদ্ধতিতে অভিযান চালাতে বলেছেন এবং সবরকম চ্যালেঞ্জের মধ্যে অবিচল থাকতে বলেছেন।
আরও পড়ুন: কাশ্মীরে নমাজ আদায়ের সময় মসজিদেই জঙ্গিদের হাতꦬে খুন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার
সেনাবাহিনীর অতিরিক্ত ডিরেক্টরেট জেনারেল অফ পাবলিক ইনফরমেশন (এডিজিপিআই) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছেন, ‘জেনারেল মনোজ পাণ্ডে পুঞ্চ সেক্টর পরিদর্শন করেছেন এবং সেখানে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন। সেনাপ্রধান ঘটনাস্থলে কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন। অত্যন্ত পেশাদার পদ্ধতিতে অভিযান🅰 পরিচালনা এবং সমস্ত চ্যালেঞ্জের মধ্যেও অবিচল থাকার জন্য তাদের উৎসাহিত করেছেন।’ এরপর সেনাপ্রধান রাজৌরিতে ২৫ পদাতিক ডিভিশবের সদর দফতর পরিদর্শন করেন। সেখানেও কমান্ডারদের সঙ্গে দেখা করেন এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুঞ্চের ডেরা কি গলি ও বাফলিয়াজ এলাকার মধ্যে জঙ্গিরা সেনা বাহিনীর দু’টি গাড়িতে হামলা চালায়। সেই ঘটনায় পাঁচ সেনা জওয়ান নিহত হয়েছিলেন। সেই ঘটনার পরেই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী। এরপর টোপা মাস্টানডারা গ্রাম থেকে কয়েকজনকে পাকড়াও করে। ধৃতদের নাম হল সাফির হুসেন, মহম্মদ শওকত এবং শাবির আহমেদ। কিন্তু পরে সেনা হেফাজতে তাদের মৃত্যু হয়। এই ঘট👍নায় সেনাবাহিনীর বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন আত্মীয় পরিজনরা
অন্যদিকে, ঘটনায় নিহত তিন জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি চাকরি দেওয়ার কথা ঘোষণা করে জম্মু- প্রশাসন। তিন নাগরিকের মৃত্যুর বিষয়ে সেনাবাহিনী একটি কোর্ট অফ ইনকোয়ারি♌ শুরু করেছে৷ পাশাপশি সেনাবাহিনী একজন ব্রিগেডিয়ারকে বদলি করেছে। এছাড়াও, ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের তিন অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেনারেল মনোজ পাণ্ডে এই ঘটনায় স্বচ্ছভাবে তদন্ত করতে বলেছেন।
অন্যদিকে, গুজব এড়াতে সোমবার ৩ দিনের জন্য পুঞ্চ এবং রাজৌরি জেলায় মোবাইল ইন্টারনে𓆉ট পরিষেবা বন্ধ রাখা হয়। শনিবার ভোর থেকেই সেখানে ইন্টারনেট পরিষেবা রয়েছে। প্রসঙ্গত, জঙ্গি হামলার পরেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন যে কোনওভাবে সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করত🌠ে হবে।