দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করার পরিকল্পনা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এমনই দাবি করলেন আম আদমি 🔜পার🦩্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে এই দাবি করে তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নিকেও খোঁচা মারেন।
এদিন কেজরিওয়াল বলেন, ‘আমরা আমাদের সূত্র থেকে তথ্য পেয়েছি যে আগামী কয়েকদ🌌িনের মধ্যে পঞ্জাব নির্বাচনের আগেই ইডি সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করতে আসছে। কেন্দ্র সত্যেন্দ্র জৈনের বাড༺়িতে এর আগে দুবার অভিযান চালিয়েও কিছুই পায়নি। এখন তারা আবার আসতে চাইলে স্বাগত জানাই। কারণ এখন নির্বাচনের মরশুম এবং বিজেপি যখন দেখছে তারা হেরে যাচ্ছে তখন তারা সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে মোতায়েন করে। তাই বোঝা যাচ্ছে যে অভিযান হবে গ্রেফতারি হবে।’
কেজরিওয়াল এরপর আরও বলেন, ‘আমরা ভীত নই কারণ আমরা সত্যের পথে আছি। এবং তাই আমাদের পথে বাধা আসতে বাধ্য। আয়কর, সিবিআই, দিল্লি পুলিশ ইত্যাদির মতো অন্যান্য সংস্থাগুলিকেও পাঠান। 🃏আমদের উপর আগেও অভিযান চালেছে। অতীতে ২১ জন বিধায়ককে গ্রেফতার💜 করা হয়েছে। এই মামলাতেও সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হবে এবং তারপর কয়েকদিনের মধ্যে তিনি জামিন পাবেন। আমরা গ্রেফতারি ভয় পাই না।’
এরপর পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে খোঁচা মেরে বলেন, ‘আমরা চরণজিৎ সিং চন্নির মতো চিৎকার করব না কারণ আমরা কিছু ভুল করিনি। চান্নিজি বিরক্ত কারণ তাঁর অনেক কিছু লুকানোর আছে। তিনি ১১১ দিনে কী করেছেন তা এখꦆন মানুষ জানে। আমাদের সেরকম কিছু নেই। সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলিকে শু🅠ধুমাত্র সত্যেন্দ্র জৈনের বাড়ি নয়, আমার বাড়ি, মণীশ সিসোদিয়ার বাড়িতেও অভিযান চালাতে স্বাগত। আপনারা ভগবন্ত মানের বাড়িতেও অভিযান চালাতে পারেন।’