লাদাখ সীমান্ত থেকে দ্রুত ও সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নিতে হবে। তবেই ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যেতে পারবে। শুক্রবার চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই'কে এমনই বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেইসঙ্গে চিনে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করে স্পষ্টভাবে ডোভাল জানান, সীমান্ত সংঘাত নিয়ে যে সমস্যা আছে, আগে সেগুলির সমাধান করতে হবে।𒆙 তারপর চিনে যাবেন।
চূড়ান্ত গোপনীয়ত🍎ার মধ্যে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডোভাল এবং ওয়াং। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বৈঠকে নয়াদিল্লি𝓡 এবং বেজিং একমত হয়েছে, বর্তমানে সীমান্তে যে অবস্থা আছে, তাতে দু'দেশের স্বার্থই বিঘ্নিত হচ্ছে। তাই নিজেদের স্বার্থেই দ্রুত সীমান্ত সমস্যা মিটিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে ডোভাল এবং ওয়াংরা। দু'দেশই এমন কোনও কাজ করবে না, যাতে কারও নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। তারইমধ্যে চিনে ডোভালকে আমন্ত্রণ জানান ওয়াং। তাতে স্পষ্টভাবে ডোভাল জানান, সীমান্ত সংঘাত নিয়ে যে সমস্যা আছে, আগে সেগুলির সমাধান করতে হবে। তারপর চিনে যাবেন।
কাশ্মীর নিয়ে কি কোনও আলোচনা হয়েছে?
তবে বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। ভারতে আসার একদিন আগেই অর্গানাইজেশন 🌺অফ ইসলামিক কো-অপারেশনের বৈঠকেꦿ কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে চিনের বিদেশমন্ত্রীকে কড়া বার্তা দিয়েছিল🍰 ভারত। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, ‘(অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের) ভাষণে চিনের বিদেশমন্ত্রী ভারতকে নিয়ে যে অযাচিত প্রসঙ্গ উত্থাপন করেছে, তা খারিজ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সঙ্গে যে সকল বিষয়গুলি জড়িত আছে, তার পুরোটাই ভারতের অভ্যন্তরীণ বিষয়। চিন-সহ অন্য দেশের তা নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই। তাদের মনে রাখা উচিত যে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকে।’
অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের বৈঠকে কাশ্মীর নিয়ে কী বলেছিলেন ওয়াং?বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত সেই বৈঠকে চিনা বিদেশমন্ত্রী বলেছিলেন, ‘কাশ্মীর নিয়ে আজও আমাদের অনেক ইসলামিক বন্ধুদের বক্তব্য শুনলাম। একই আশা করছে চিন।’ অর্থাৎ মুসলিম গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা যে মতপ্রকাশ করেছিলেন, তাতে ওয়াং সমর্থন জুগিয়েছেন বলে বক্তব্য কূট💎নৈতিক মহলের।