বাংলা নিউজ > ঘরে বাইরে > Iron Ore Export Duty: ইস্পাত, লোহার রফতানি শুল্ক কমানোর চিন্তা ভাবনা শুরু করল কেন্দ্র
লৌহ আকরিক এবং ইস্পাতের রফতানির উপর শুল্ক কমাতে পারে কেন্দ্রীয় সরকার। লৌহ আকরিক এবং ইস্পাতের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করায় দেশের সামগ্রিক বাণিজ্যের রফতানি খাতে বিরূপ প্রভাব ফেলছে। দুই কর্মকর্তার মতে, লৌহ আকরিক এবং ইস্পাতের উপর এই উচ্চ শুল্কের আর প্রয়োজন নেই কারণ এগুলির দাম এখন কমে গিয়েছে এবং সরবরাহের গ্রাফ চাহিদার গ্রাফকে ছাপিয়ে গিয়েছে। (আরও পড়ুন: এসি ꦍ৩ টায়ার ইকোনমি ক্লাসে ভ্রমণকারীদের জন্য সুখবর! এই পরিষেবা চালু করছে রেল)