বাংলা নিউজ > ঘরে বাইরে > নতুন কোম্পানি খুলছেন অশনীর গ্রোভার, তুলবেন দেড় হাজার কোটি টাকা
নতুন কোম্পানি খুলছেন অশনীর গ্রোভার, তুলবেন দেড় হাজার কোটি টাকা
1 মিনিটে পড়ুন Updated: 16 Jun 2022, 10:35 AM ISTSoumick Majumdar
নতুন ব্যবসা শুরু 🦂করবেন অশনীর গ্রোভার (Ashneer Grover)। আর তার জন্য ২০০-৩০০ 🎐মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ চাই তাঁর। ইতিমধ্যেই মার্কিন মুলুকের বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে চলছে আলোচনা।
প্রাক্তন BharatPe প্রধান নির্বাহী এবং সহ-প্রতিষ্ঠাতা Ashneer Grover একটি নতুন ব্যবসা শুরু করার জন্য $200-300 মিলিয়ন সংগ্রহের জন্য মার্কিন ভিত্তিক পারিবারিক অফিস এবং অফশোর প্রাইভেট ইক্যুইটি প্লেয়ারদের সাথে আলোচনা করছেন, নাম প্রকাশ না করার শর𓄧্তে এই বিষয়ে সরাসরি জ্ঞান থাকা দুজন ব্যক্তি জানিয়েছেন .
নতুন ব্যবসা শুরু করবেন অশনীর গ্রোভার (Ashneer Grover)। আর তার জন্য ২০০-৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ চাই তা🐈ঁর। ইতিমধ্যেই মার্কিন মুলুকের বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গ൲ে চলছে আলোচনা। নাম না প্রকাশ করার শর্তে এ বিষয়ে জানিয়েছেন ২ ওয়াকিবহাল ব্যক্তি।
'নতুন ব্যবসা শুরু করতে প্রাথমিকভাবে নিজের টাকাই ঢাল🐠তে পারেন অশনীর। ভারতপে-তে তাঁর অংশীদারিত্বের একটি অংশও বিক্রি করতে পারেন। অথবা, নতুন কোম্পানিতে অংশীদারিত্ব জারি করে টাকা তুলে মূলধন বাড়াতে পারেন। নতুন উদ্যোগের বিষয়ে ছয় জন বিনিয়োগকারীর সঙ্গে অশনীর দেখা ♑করেছেন। আলোচনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে,' বলছে ওয়াকিবহাল মহল।
অশনীর গ্রোভার BharatPe-এর ৮.৫% মালিক। যার মূল্য প্রায় ৩ বিꦬলিয়ন মার্কিন ডলার। 'ভারতপে-র শেয়ারের ক্রেতা আছে। তবে কত টাকায় 🐲লেনদেন হবে, তাই নিয়ে আলোচনা করতে হবে,' জানান ওই ব্যক্তি।
অশনীর গ্রোভার এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। 🌃মঙ্গলবার তাঁর ৪০তম জন্মদিন ছিল। আর সেইদিনই অশনীর ꦦজানান, তিনি ফের ব্যবসার জগতে প্রবেশ করতে প্রস্তুত। আরও একটি 'ইউনিকর্ন' সংস্থা গড়ে তুলতে চান তিনি।