শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার পর ৩ গুণ বাড়ল এই প্রোডাক্টের বিক্রি!
1 মিনিটে পড়ুন Updated: 12 Apr 2022, 07:43 PM ISTসংস্থার নাম '✅বিয়ন্ড স🌺্ন্যাক'। তাঁর সংস্থা কাঁচকলার চিপস তৈরি করে। কেরলের জনপ্রিয় কলার চিপসকেই ব্র্যান্ডিং ও মার্কেটিং করেন তিনি।
সংস্থার নাম '✅বিয়ন্ড স🌺্ন্যাক'। তাঁর সংস্থা কাঁচকলার চিপস তৈরি করে। কেরলের জনপ্রিয় কলার চিপসকেই ব্র্যান্ডিং ও মার্কেটিং করেন তিনি।
প্রশংসা করলেন অশনীর গ্রোভার। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার উদ্যোক্তা মানস মধুর প্রশংসা করলেন ভারতপে স🎉হ-প্রতিষ্💧ঠাতা।
কীসের ব্যবসা মানস মধুর?
অনেকের হয় তো মনে নেই। তাঁদের জন্য জানিয়ে রাখি, সোনি টিভির জনপ্রিয় শো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার এক এপিসোড পিচ করেছিলেন মানস। তাঁর সংস্থার নাম 'বিয়ন্ড স্ন্যাক'। তাঁর সংস্থা কাঁচকলার চিপস তৈরি করে। কেরলের জনপ্রিয় কলার চিপসকেই ব্র্যান্ডিং ও মার্কেটিং করেন তিনি। আরও পড়ুন: বেতন পাচ্ছেন💝 না BharatPe কর্মীরা, ✱'অত সহজ নয়,' বললেন অশনীর
অশনীর কী বলেছেন?
মানসের কৃতিত্বের প্রশংসা করেন অশনীর। তিনি বলেন, গত ৬ মাসে𒆙 বিয়ন্ড স্ন্যাক-এর মুন🔜াফা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এটা খুবই আনন্দের বিষয়।