উচ্চাকাঙ্খী জেলা কর্মসূচি নিয়ে শনিবার মুখ খু🦄ললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।๊ তিনি জানিয়েছেন, দেশের ১১২টি জেলার ২৫ কোটিরও বেশি মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই উচ্চকাঙ্খী জেলা কর্মসূচি। উচ্চাকাঙ্খী ব্লক কর্মসূচি নিয়েও সাফল্য ক্রমেই সামনে আসছে।
এবার উচ্চাকাঙ্খী ব্লক কর্মসূচির সূচনা করলেন তিনি। এক সপ্তাহ ব্যপী এই কর্মসূচি হবে। নাম দেওয়া হয়েছে সঙ্কল্প সপ্তাহ। ভারত মণ্ডপমে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী একেবারে তৃণমূল স্তরে সম্পদের সর্বোচ্চ ব্𝐆যবহার, বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণের উপর বিশেষভাবে জোর দিয়েছেন।
তিনি জানিয়েছেন, এই উচ্চাক🐠াঙ্খী জেলা কর্মসূচি ১১২টি 🌃জেলার ২৫ কোটি মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এমনকী তাঁদের জীবনের মান আগের থেকে অনেক উন্নত হয়েছে। এবার উচ্চাকাঙ্খী ব্লক কর্মসূচি।
তিনি বলেন, খুব কম মানুষই আছেন যিনি এতদিন ধরে সরকার চালানোর সুযোগ পান। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি বাজেটের জে🐼রেই গোটা বিষয়টি পরিবর্তন হয়েছে এমনটা নয়, আমরা যদি আমাদের সম্পদের পুরোমাত্রায় ব্যবহার করতে পারি তবে ব্লকগুলিতে নতুন করে ফান্ড ন🌌া এলেও কাজ করা সম্ভব।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, সুশাসনের অন্যতম বড় শর্ত হল সম্পদের সর্বোচ্চ ব্যবহার♈ করা। সেই সঙ্গেই সম্পদের যাতে সুবণ্টন হয় সেটাও দেখা দরকার।
সংকল্প সপ্তাহের সঙ্গে উচ্চকাঙ্খী ব্লক কর্মসূচি যুক্ত হচ্ছে। গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। ব🍸্লক স্তরে সুশাসনকে আরও প্রসারিত ও দৃঢ় করার জন্য় এই কর্মসূচি। মূলত নাগরিকদের জীবনের মান উন্নত করার জন্য় এই কর্মসূচি।
দেশের ৩২৯টি জেলায় ৫০০ উচ্চাকাঙ্খী ব্লকে এই নয়া উদꩵ্যোগ♌কে ফলপ্রসূ করা হবে। ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই সঙ্কল্প সপ্তাহ পালন করা হবে। বড় উদ্যোগ।
এই সংকল্প সপ্তাহের প্রথম ছদিনে থাকছে সম্পূর্ণ স্বাস্থ্য, সুপোষিত পরিবার, স্বচꦚ্ছতা, কৃষি, শিক্ষা, সমৃদ্ধি দিবস হিসাবে পালন করা হবে। আর ৯ অক্টোবর অর্থাৎ ওই সপ্তাহের শেষ দিনে সংকল্প সপ্তাহ সমাবেশ সমারোহ হিসাবে পালন করা হবে।
এতদিন ছিল উচ্চাকাঙ্খী জেলা। এবার উচ্চাকাঙ্খী ব্ꦬলক। সারা সপ্তাহব্যপী এই উদ্যোগ। সপ্তা💙হের এক একটা দিন এক এক রকমভাবে পালন করা হবে।