গত ২৬শে জুলাই। আন্তঃরাজ্য সীমান্ত সমস্যাকে কেন্দ্র করে অসম মিজোরাম সীমান্তে কার্যত সংঘর্ষের চেহারা নেয়। অসম দাবি করেছিল তাদের ৬জন পুলিশ কর্মী মারা গিয়েছেন ও প্রায় ৫০জন জখম হয়েছেন। তার প্রায় দু সপ্তাহ পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে জানাতে সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন। সূত্রের খবর, অসমের মুখ্য়মন্ত্রী প্রথমে ২৬শে জুলাইয়ের ঘটনার বဣ্যাপারে মোদীকে জা🐼নান। পাশাপাশি রাজ্যের উন্নয়ন ও শান্তির ব্যাপারেও উভয়ের মধ্যে আলোচনা হয়।
তবে টুইট করার সময় অবশ্য় সীমান্তের ব্য়াপার𝕴ে আলোচনার প্রসঙ্গ নিয়ে একটি শব্দও খরচ করেননি অসমের মুখ্যমন্ত্রী। তিনি টুইট করে লিখেছেন,'প্রধানমন্ত্রীর দেখানো পথে কীভাবে অসমের উন্নতি 🍰হচ্ছে সেব্যাপারে জানাতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বোরো শান্তি প্রক্রিয়া, ড্রাগের বিরুদ্ধে লড়াই,বিভিন্ন কেন্দ্রীয় স্কিমের প্রয়োগের ব্যাপারে এদিন তাঁকে আমি জানিয়েছি।'
এদিকে অসমের মুখ্যমন্ত্রী এদিন অমিত শাহের সঙ্গে অন্তত দুবার দেখা করেন। পাশাপাশি অসমের অন্য় বিধায়কদের নিয়ে তিনি সংস্কৃতি ও 🍒পর্যটন দফতরের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও দেখা করেন। পরে টুইট করে তিনি জানান উন্নয়ন নিয়ে কথা হয়েছে। পাশাপাশি কোভিড ম্যানেজমেন্ট ও টিকাকরণ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন।