এককথায় ভয়াবহ পরিস্থিতি অসমে। হাজার হাজার বাড়ি জলের তলায়। আর সূত্রের খবর অসমে অন্তত ৭ লাখ ২০ হাজার মানুষ বন্যা কবলিত অবস্থায় মধ্যে পড়েছেন।🙈 রাজ্যের ২২টি জেলার বাসিন্দারা বন্যা পরিস্থিতির কারণে সমস্যার মধ্যে পড়েছেন। কমপক্ষে ২৪জন বাসিন্দা ধসে ও বন্যা পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন।এ🔯মনটাই জানিয়েছে অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি(ASDMA)।
অথরিটির তরফে জানানো হয়েছে, ৯১ হাজার ৫১৮ জন বাসিন্দা ২৬৯ ত্রাণ🦹 শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের তরফে ১৫২টি ত্রাণ বণ্ট🎃ন শিবির খোলা হয়েছে। এদিকে প্রশাসন সূত্রে খবর, সব মিলিয়ে ২৬, ২৩৬জন দুর্গত মানুষকে ভারতীয় সেনা উদ্ধার করেছে। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, ন্যাশানাল ডিজাস্টারꦏ রেসপন্স ফোর্স ও স্বেচ্ছাসেবকরাও এই উদ্ধারকাজে নেমেছে।
ইন্ডিয়ান এয়ার ফোর্সও উদ্ধারকাজে নেমেছে। বিভিন্ন বন্যা কবলিত এꦜলাকায় ত্রাণ সরঞ্জাম পৌঁছে দিতেও সহায়তা করছে এয়ার ফোর্স। প্রশাসন সূত্রে খবর, বরপেটা, বিশ্বনাথ, কাছার, ধুবড়ি, গোয়ালপাড়া, গোলাঘাট, জ꧒োড়হাট, কামরূপ, কার্বি আলং, ওয়েস্ট করিমগঞ্জ, লখিমপুর,নলবাডಞ়ি, শোনিতপুর, উদলগিরি সহ বিভিন্ন এলাকায় বন্যার প্রভাব পড়েছে।
এদিকে Pobitora wildlife Sanctuary'র 🐼দুটি ক্যাম্পও জলের তলায় চলে গিয়েছে। রেঞ্🥂জ অফিসারের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট মিলেছে।