উৎপল পরাশর
১৩ মাসের ক্যাবিনেটে এই প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত ⛄বিশ্বশর্মা। দুজন বিজেপি বিধায়ককে মন্ত্রী হিসাবে এই💛 মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি মন্ত্রীত্বের পদে কিছু রদবদল হয়েছে।
নলবাড়ির বিধায়ক জয়ন্ত মাল্লা বুরাহ ℱও হাফলং✨য়ের বিধায়ক নন্দিতা গার্লোসা এদিন মন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন। এর জেরে বিজেপির মন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩জন, অসম গণ পরিষদের মন্ত্রীর সংখ্যা দুজন ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের একজন মন্ত্রী থাকছেন।
৫০ বছর বয়সী জয়ন্ত মাল্লা বুরাহ এর আগে কংগ্রেসে ছিলেন। ২০১৫ সালে তিনি বিজেপিতে আসেন। হিমন্ত বিশ্বশর্মাও সেই সময় বিজেপিতে এসেছিলেন। তবে এর আগে তিনি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসাবেও কাজ করেছিলেন। তিনি বলেন, দল ও মুখ্যমন্ত্রী যে দায়িত্ব আমায় দিয়েছেন তাতে আমি খুশি। আমি মানুষের সেবা করার জন্য সবরকম চ🐼েষ্টা চালিয়ে যাব।
এদিকে ৪৫ বছর বয়সী নন্দিতাদেবীর জুলজিতে𓃲 মাস্টার 𝄹ডিগ্রি রয়েছে। তাঁকে শক্তি, খনি, ও সংস্কৃতি দফত꧋রের দায়িত্ব দেওয়া হয়েছে। দুজনকে নতুন ভাবে মন্ত্রিসভায় নেওয়ার পাশাপাশি সামগ্রিকভাবে অসমের মন্ত্রিসভায় কিছু আদলবদলও করা হয়েছে বলে সূত্রের খবর।