বিশ্বকল্যাণ পুরকায়স্থ
গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে ক্লাসে এসেছিলেন এক পড়ুয়া। তাকে নানাভাবে হেন🎃স্থা ও থাপ্পড় মারার অভিযোগ উঠেছে অসমের কাছার জেলার এক অধ্যাপকের বিরুদ্ধে। এবার সেই অধ্য়াপকের বিরুদ্ধে নানা ধারায় মামলা রুজু করা হল। শিলচরের কাছার কলেজের পড়ুয়ারা ইংরাজি ডিপার্টমেন্টের ওই অধ্যাপকের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন।
তাদের অভিযোগ, কুণাল পাল নামে হায়ার সেকেন্ডারির এক ছাত্রকে ক্যাম্পাসের মধ্য়েই হেনস্থা করেছিলেন অ্য়াসিস্ট্যান্ট প্রফেসর এমএস জর্জিনা খাকলারি। কাছার কলেজের 🀅স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি বিদ্যাত্তম ধর গত ২৪ নভেম্বর মালুগ্রাম থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর শিলচর সদর থানায় ওই অধ্যাপকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
২৯৪, ৩৪১, ৩৫২♐, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।মারধর করা, অপরাধমূলক উদ্দেশ্য সহ নানা ধারায় মামলা রুজু করা হয়েছে। কুণাল পাল জানিয়েছেন, ২৪ নভেম্বর তারা ক্লাসের মধ্যে বসেছিলেন। তখন অধ্যাপক এসে বেরিয়ে যেতে বলেন।
কুণালের অভিযো🤪গ, আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তখন অধ্যাপক এসে বললেন স্কার্ফটা খুলে ফেল। এটা ইউনিফর্ম নয়। কিন্তু আমরা এটা প্রতিবাদ দেখানোর জন্য পরেছিলাম। এরপর অধ্যাপক বলেন, যারা গেরুয়া 𓃲ফেট্টি বাঁধে তারা মস্তান। এরপর তিনি ওটা খুলে ফেলতে যান। আমি তাঁকে থামাতে যাই। তখন তিনি থাপ্পড় মারেন ও ক্লাস থেকে বের করে দেন। ওই অধ্যাপককে পোস্ট থেকে সরানোর দাবিও উঠেছে।
এবিভিপির অর্পন চক্রবর্ত🔯ীর দাবি, একটি বিশেষ ধর্মের পড়ুয়ারা কলেজে ধর্মীয় পোশাক পরে। এটাও দেখা দরকার।