শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন হুগলি জেলাপরিষদের তৃণমূলি কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট থেকে EDর মামলায় জামিন পেয়ে♎ছেন তিনি। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের পরদিনই জামিন পেলেও এখনই জেলমুক্তি ঘটছে না শান্তনুর। সিবিআইয়ের মামলায় জামꦕিন না হওয়ায় জেলেই থাকতে হবে তাঁকে।
আরও পড়ুন - তৃণমূলের📖 কর্মসমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বদলে গেꦍল দলের খোলননচে
পড়তে থাকুন - বীরভূমে কার নেতৃত্বে চলবে তৃণমূল? কর্মসমিতির বৈঠকে স্পষ্ট করলেন মম🍒তা
মঙ্গলবা🅘র কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছেন। তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। হুগলি জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন⛄্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নদী থেকে বালি পাচারের অভিযোগও রয়েছে।
ইডির মামলায় জামি🥂ন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন না হওয়ায় জেলেই থাকতে হবে শান্তনুকে। একই সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ত𝔉াঁকে হেফাজতে নিতে পারে ইডি।
আরও পড়ুন - মু🌺খপাত্রের পদই পড়ে পাওয়া চোদ্দ আনা অভিষেকের, দলের রাশ হাতে 🧔রাখলেন মমতাই
সাত দফায় জিজ্ঞাসাবাদের পরে ২০২৩ সালের ১০ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার আগে জানুয়ারি মাসে তাঁর বাড়ি ও বাংলোয় তল্লাশি চালান গোয়েন্দারা✃।