ভয়াবহ ঘটনা সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে। শিক্ষামন্ত𝕴্রকের ভবনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে অন্তত ১০০জℱনের মৃত্যু। প্রায় তিন শতাধিক মানুষ জখম হয়েছেন।
প্রেসিডেন্ট হাসান শেখ মহম্মদ ঘটনাস্থল পরিদরဣ্শন করেছেন। তিনি বিবৃতিতে জানিয়েছেন, গণহত্যা করা হয়েছে। মাকে শিশু সহ হত্যা করা হয়েছে। অসুস্থ বাবা, ছাত্র, ব্যবসায়ী সবাইকে খুন করা হয়েছে।
এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে প্রেসিডেন্ট ইসলা♛মিক সংগঠন আল শাবাবের দিকে আঙুল তুলেছেন। তবে ꦬওই সংগঠন অবশ্য দায় স্বীকার করতে চায়নি।
সূত্রের খবর, প্রথমে শিক্ষামন্ত্রকের সামনে এই বিস্ফোরণ হয়। এরপর অ্য়াম্বুল্যান্সে চাপিয়ে যখন আহতদের🧸 নিয়ে যাওয়া হচ্ছিল তখন ཧফের বিস্ফোরণ। ঝনঝন করে জানালা ভেঙে পড়ে। চারদিকে শুধু রক্তের স্রোত।
এদিকে ২০১৭ সালে ঠিক এই মাসেই ওই জায়গাতেই বিস্ফোরণ হয়েছিল। তখন ✅প্র🌳ায় ৫০০জন মারা গিয়েছিলেন। সেই সময় ট্রাক বোমা বিস্ফোরণ হয়। একটি হোটেলের সামনে সেবার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই হোটেলের কাছেই লাইন দিয়ে সরকারি অফিস, রেস্তরাঁ, কিয়স্ক ছিল।