মুম্বইয়ের উপকণ্ঠে অবস্থিত ঘাটকোপরে গতকাল ঝড়ের জেরে ভেঙে পড়ে যায় এক বিশাল আকারের বিলবোর্ড। সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও আরও ৭৪ জন আহতকে হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল ভারতের পশ্চিম উপকূলে প্রবল গতিতে ঝড় হয়েছিল। সঙ্গে বৃষ্টিও হয়েছিল। মুম্বই ও তৎসংলগ্ন এলাকা এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল। প্রায় ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছিল। সেই ঝোড়ো হাওয়ার জেরেই ঘাটকোপরে বিলবোর্ড ভেঙে পড়ে বিপত্তি ঘটে। এই নিয়ে বৃহৎ মুম্বই পুরসভা জানিয়েছে, ভেঙে পড়া সেই বিলবোর্ডটি আদতে বেইআইনি ছিল। পুরসভার থেকে কোনও অনুমোদন ছাড়াই সেটি সেখানে বসানো হয়েছিল। (আরও পড়ুন: বাড়বে বেতন? মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের সরক🍰ারি কর্মীরা, অপেক্ষা ১২ জুনের)
আরও পড়ুন: চাবাহার নিয়ে ভারত-ইরান চুক্তিতে তেলেবেগুনে 🎶জ্বলল USA, দিল নিষেধাজ্ঞার হুঁশিয়ারি
রিপোর্ট অনুযায়ী, ভেঙে পড়ে সেই বিলবোর্ডটির ওজন প্রায় ২৫০ টন। এটি প্রায় ১০০ ফুট উঁচু ছিল। তবে নিয়ম অনুযায়ী, ৪০X৪০ আকারের থেকে বড় হোর্ডিংয়ের অনুমতি দেয় না পুরসভা। এদিকে এই হোর্ডিং যেখানে ছিল, তার পাশেই নাকি রেলের জমির ওপরে বিশাল আকারের আরও চারটি হোর্ডিং আছে। তবে ভারতীয় রেল সেই হোর্ডিংয়ের দায় নিতে অস্বীকার করেছে। এদিকে পুরসভা বলছে, বিগত এক বছরেরও বেশি সময় ধরে সেই হোর্ডিং নিয়ে তারা আপত্তি জানিয়ে চলেছে। (আরও পড়ুন: পুজোর আগে সরকဣারি কর্মীদে🐼র ডিএ নিয়ে অবশেষে আসতে পারে বড় খবর)
আরও পড়ুন: নির্বাচনের মাঝেই 'অঙ্ক' কষে বাংলায় বি⛎জেপির আসন সংখ্যা বাতলে দিলেন অমিত শাহ!
জানা গিয়েছে, একটি পেট্রোল পাম্পে সেই বিলবোর্ডটি লাগানো ছিল। যে সময় ঝড়ের জেরে সেটি ভেঙে পড়ে, তখন পেট্রোল পাম্পে দু'চাকা, চারচাকা মিলিয়ে প্রায় ১৫০টি গাড়ি ছিল। আচমকা বৃষ্টি থেকে বাঁচতে অনেক বাইক ও গাড়ির চালক সেখানে দাঁড়িয়ে ছিল আশ্রয়ের জন্য। এই আবহে তাদের ওপরে সেই বিলবোর্ডটি ভেঙে পড়ে। এর জেরে অনেকেই চাপা পড়ে যান সেই বিলবোর্ডের নীচে। তাঁদের মধ্যেই এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছিল। ক্রেন এবং গ্যাস কাটার দিয়ে সেই বিশাল আকার হোর্ডিং সরিয়ღে আটকে পড়া মানুষজনদের উদ্ধার করা হয়।
আরও পড়ুন: '𓃲পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব', বিরোধীদের 'কাপুরুষ' আখ্যা দিয়ে🌠 তোপ মোদীর
জোনাল ডিসিপি পুরোষত্তম করাড জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায়। সেই বিল꧋বোর্ডটি ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের ছিল। সেই সংস্থার মালিক ভবেশ ভিন্ডের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে বিএমসি কমিশনার ভুষণ গাগরানি বলেন, 'ঘাটকোপরের সেই হোর্ডꦐিংয়ের জন্য পুরসভা থেকে কোনও লাইসেন্স নেওয়া হয়নি।' এদিকে আহতদের রাজাওয়াড়ি হাসপাতালে ভরতি করানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এদিকে এই দুর্ঘটনার পর বিএমসি কমিশনারকে শহরের সব হোর্ডিংয়ের লাইসেন্স পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মৃতদের পরিপারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন একনাথ শিন্ডে। এছাড়া আহতদের চিকিৎসার খরচ সরকার পুরোপুরি বহন করবে বলে জানান মুখ্যমন্ত্রী।