পুলিশ ও আধাসেনা নিয়ে গঠিত যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ গেল অন্তত পাঁচ সন্দেহভাজন মাওব💙াদীর। নিহতদের মধ্যে তিন মহিলাও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় সীমানা লাগোয়া♛ মহারাষ্ট্রের দক্ষিণ গড়চিরোলি এলাকার ভমরাগড়ের কোপরি লাগায়ো একটি জঙ্গলে।
গড়চিরোলি জেলার পুলিশ সুপার নীলোৎপল জানিয়েছেন, গোপন সূত্রে আসা খবরের ভিত্তিত💝ে এদিন ওই জঙ্গলে মাওদমন🌜 অভিযান চালানো হয়। সেই অভিযানে অংশ নেয় সি-৬০ কমান্ডো টিম, যা জেলার একটি অত্যাধুনিক মাওদমনকারী ইউনিট। তাদের সঙ্গে ছিল সিআরপিএফ।
পুলিশ সুপার জানান, সোমবার দুপুরে এই যৌথবাহিনী সেই জায়গায় পৌঁছয়, যেখানে মাওবাদীরা ঘাঁটি গেড়ে ছিল। যৌথবাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। জবাব দেয় নিরা꧂পত্তাবাহিনীও। তিন ঘণ্টারও বেশি সময় ধরে গুলির লড়াই চলতে থাকে। একটা সময়ের পর মাওবাদীরা পিছু হঠতে বাধ্য হয়। তাদে꧃র বেশিরভাগ সদস্যই ওই অস্থায়ী শিবির ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার আরও জানিয়েছেন,☂ ভোটের আবহে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় হামলা চালাতেই মাওবাদীরা ওই জঙ্গলে ঘাঁটি গেড়েছিল। উল্লেখ্য, আগামꦕী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন রয়েছে। তার ঠিক আগেই মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমানায় মাওবাদীদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছে।
হঠাৎই জানা যায়, গত দু'দিন ধরে গড়চিরোলিতে ওই জঙ্গলের মধ্য়ে নিষিদ্ধ চরম বামপন্থী সংগঠন সিপিআই(মাওবাদী)-এর ন♚েতা ও কর্মীরা ডেরা বেঁধেছে। তারা মহারাষ্ট্রে নাশকতা ঘটানোর ছক কষছে। এরপরই অভিযানে নামার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, মাওবাদীরা শুধুমাত্র হামলার ছক কষেই ক্ষান্ত হচ্ছে না। তারা নানাভাবে আমজনতাকে ভয় দেখ♔ানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন সম্পূর্ণ বয়কটের ডাক দিয়েছে তারা। এমনকী, যদি কোনও ব্যক্তি তাদের এই 'নির্দেশ' অমান্য করেন, তাহলে তাঁকে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে মাওবাদীরা।
উল্লেখ্য, এর আগে যতবার মহারাষ্ট্রে কোনও নির্বাচন হয়েছে, ততবারই আদিবাসী অধ্যুষিত গড়চিরোলি জেলার মানুষ রক্তক্ষয়ী মাওবাদী হামলার সাক্ষী থেকেছেন। যা এবারও চিন্তায় রে൩খেছে পুলিশ ও প্রশানের কর্তাদের।
পুলিশ সুপার নীলোৎপল সংবাদমাধ্যমকে ♓জানিয়েছেন, সোমবার যেখানে এই এনকাউন্টার হয়, তার খুব꧃ কাছেই রয়েছে ছত্তিশগড়ের আবুমার এলাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই অভিযানে এখনও ব্যস্ত রয়েছে পুলিশের মাওদমন দল। এবং প্রাথমিকভাবে পাঁচজন সন্দেহভাজন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, এক পুলিশকর্মীও এই অভিযানে আহত হয়েছেন।