উত্তরপ্রদেশের বুকে দিনভর একটি নাম ঘুরপাক খেয়েছে। শ্রীকান্ত ত্যাগী। বিজেপি নেতা হিসাবে নিজেকে দাবি করা শ্রীকান্ত ত্যাগী ও তাঁর সঙ্গীরা গ্রেটার নয়ডায় এক হাউজিং কমপ্লেক্সে ঢুকে মহিলাকে হেনস্থা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও তাঁর সঙ্গীরা রাতে ওই হাউজিং কমপ্লে🉐ক্সে জোরে স্লোগান তুলতে থাকে বলেও অভিযোগ।
এই ঘটনার পর থেকেই শ্রীকান্ত ত্যাগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরপ্রদেশের যোগী সরকারের পুলিশ আপাতত শ্রীকান্তের লোকেশন ট্র্যাক করছে। জানা গিয়েছে, শেষবার তাঁকে দেখা গিয়েছে ঋষিকেশে। তাঁর আইনজীবী ইতিমধ্যেই তাঁর আত্মসমর্পণের প্রস্তাব আদালতকে দিয়ে দিয়েছে। জানা গিয়েছে, তার মেয়াদ ১০ অগাস্ট পর্যন্ত। ইতিমধ্যেই শ্রীকান্ত ত্যাগীকে খুঁজে পেলে ২৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। এসএসলভির বিপত্তির পর 'চন্দ্রযান ২' ﷽শোনাল সুখবর! চাঁদেꦚর দেশ থেকে মিলল কীসের খোঁজ?
নয়ডা পুলিশ জানিয়েছে, হরিদ্বার পুলিশের সঙ্গে তাঁরা যোগাযোগ করে ফেলেছে। মনে করা হচ্ছে, খুব শিগগিরিই গ্রেফতার করা হতে পারে শ্রীকান্ত ত্যাগীকে। অন্যদিকে, জানা গিয়েছে শ্রীকান্ত ত্যাগী খুব শিগগির ধরা দিতে চলেছেন। উল্লেখ্য়, শ্রীকান্ত ত্যাগী নিজেকে বিজেপির এক্সিকিউটিভ সদস্য বলে দাবি করেন। জানা গিয়েছে, নয়ড𒀰ার সেক্টর ৯৩ এর গ্র্যান্ড ওমাক্সে সোসাইটির এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ রয়েছে শ্রীকান্তের বিরুদ্ধে। তাঁকে একটি ভিডিয়োতে এমন করতে দেখা গিয়েছে। এরপর থেকেই পলাতক শ্রীকান্ত। প্রসঙ্গত, এদিন ফেরার শ্রীকান্তের নয়ডার বাড়িও ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে। নয়ডা প্রশাসন জানিয়েছে, এই বাড়ি অবৈধ নির্মাণের অংশ। আর সেকারণেই তা ভেঙে দেওয়া হয়।