গত ১১ই জানুয়ারির ঘটনা। পুনের এক চিকিৎসক দম্পতির চার বছরের শিশুকে বাইকে চাপিয়ে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। সে তখন ১২ বছর বয়সী এক আত্মীয়ের সঙ্গে ডে কেয়ার সেন্টারে যাচ্ছিল। এরপর বুধবার ওই শিশুটিকে পিম্পরি এলাকায় মুক্তি দেয় অপহরণকারীরা। সিসি ক্যামেরার ফুটেজে এমনটাই দেখা যায়। এদিকে মুক্তি পাওয়া সেই শিশুর সঙ্গে দেখা করতে নান্দেদ এলাকা থেকে পুনের দিকে গাড়িতে চেপে যাচ্ছিলেন তার মাসি। আর সেই সময়ই একেবারে মর্মান্তিক দুর্ঘটনা। আহমেদনগরের কাছে একটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৬ বছর বয়সী ওই মাসির। গাড়িতে তাঁর দুজন সন্তানও ছিল। তারাও জখম হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে। চারবছরের বোনপোর অপহরণের ঘটনায় ভেঙে পড়েছিল গোটা পরিবার। নানা জায়গায় খোঁজাখুঁজি চলছিল। এরপর বুধবার তাকে মুক্তি দেওয়া হয়েছে এই খবরে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। সেই আনন্দেই চার বছরের ওই শিশুর সঙ্গে দেখা করতে আসছিলেন মাসি। তার দুই সন্তানও তার সঙ্গে ছিল। কিন্তু পথেই সব শেষ। পুলিশের ধারণা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রেলিংয়ে ধাক্কা দেয়। শিশু মুক্তির আনন্দ স্থায়ী হল না পরিবারে।