সত্যিক๊ারের ভালোবাসায় কিছুই বাধা নয়। যে কোনও পরিস্থিতিতে, প্রিয় মানুষটির পাশে থাকা য🍌ায়। প্রয়োজন শুধু বিশ্বাস। ভালবাসা থাকলে তখন দেশের সীমান্তারে বাধাকে থোড়াই কেয়ার।
এমনই ভালবাসার কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিহারের জয়প্রকাশের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। ভালবাসার মানুষের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন তিনি। তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন : Motorcycle Driving💛 Rules: হেলমেটে এই ছাপ না থাকলেই জরিমানা, শীঘ্রই জারি হতে চলেছে নিয়ম, খ♔ুব সাবধান!
গত ২০ এপ্রিল তাঁদের বিয়ে হয়। বক্সার জেলাꦜর ইত𓃲াদি ব্লকের কুকুধা গ্রামের বাসিন্দা জয়প্রকাশ যাদব। পড়াশোনা শেষ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত। সেখানেই ভিক্টোরিয়ার সঙ্গে আলাপ।
জয়প্রকাশ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় মেলবোর্নের জিলং-এর ভিক্টোরিয়ার প্রে🗹মে পড়েন। তাঁর বাবা স্টিভেন টকেট এবং মা আমান্ডা টকেটও তাঁদের ভালবাসা মেনে নেন। কুকুধা গ্রাম পঞ্চ🃏ায়েতের প্রাক্তন প্রধান জয়প্রকাশের বাবা। তাঁদেরও মেম বউমা বেশ পছন্দ হয়।
বিয়ে স্থির হওয়ার পর ভিক্টোরিয়া বিহারের কুকুধায় আসেন। সঙ্গে তাঁর মা-বাবাও এসেছ🐻িলেন। হিন্দু রীতি অনুযায়ী তাঁℱদের বিয়ে হয়।
বিহারের সংস্কৃতি দেখে🅺 যারপনাই মুগ্ধ ভিক্টোরিয়ার বাবা-মা। বিশেষত মেয়ের শ্বশুরবাড়ি ও গ্রামবাসীদের আতিথেয়তায় অভিভূত তাঁরা। মেয়ের বাবা স্টিভেন টকেট বলেন, খুব ভালো লাগছে। মেয়ের হাতে মেহেন্দি দেখেও খুব সুন্দ𒊎র লাগছে।
ভিক্টোরিꦍয়ার বাবা হিন্দু রীতি মেনে কন্যাদানও করেন।