চলতি বছরই বন্ধন ব্যাঙ্কের সিইও, এমডি পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন চন্দ্রশেখর ঘোষ। একটা সময় ‘নন প্রফিট অর্গানাইজেশন’ হিসাবে এই প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন চন্দ্রশেখর। পরে তা জাতীয় স্তরের ব্যাঙ্কে পরিণত হয়েছে। সেই চন্দ্রশেখর অবসর নেওয়ার পর এতদিন সেই পদে স্থায়ী ভাবে কেউ বসেনি। তবে আরবিআই-এর অনুমোদনের পরে সেই পদে বসতে চলেছেন পার্থ প্রতিম সেনগুপ্ত। এই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতেই আজ বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে যায়। (আরও পড়ুন: বাড়ছে সরকারি কর্মীদের💜 'ডিএ উদ্বেগ', পুজোর ℱমাঝে সামনে এল হিসেব সংক্রান্ত রিপোর্ট)
আরও পড়ুন: দশমীতে সাগরে তৈরি হবে নয়া ঘূর্ꩲণাবর্ত, তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া?
আরও পড়ুন: সর🍌ক♛ারি কর্মীদের ডিএ বাড়ুক না বাড়ুক, একলাফে এই ভাতা বাড়ছে ২৫%, জারি মেমো
এর আগে বন্ধন ব্যাঙ্কের অন্তবর্তিকালীন ম্যানেজিং ডিরেক্টর-সিইও পদে দায়িত্ব সামলেছিলেন রতন কুমার কেশ। এখন পাকাপাকি ভাবে সেই পদে বসবেন পার্থ প্রতিম। তাঁর মেয়াদকাল হবে তিন বছরের। উল্লেখ্য, প্রায় ন’বছর আগে ২০১৫ সালের ২৩ অগস্ট চালু হয়েছিল। এরপরে বন্ধন ব্যাঙ্কের শাখার সংখ্যা ৬০০০ পার হয়ে গিয়েছে। গ্রাহক সংখ্যা ৩.২৬ কোটি। ব্যাঙ্কটি শেয়ার বাজারেও নথিভুক্ত। (আরও পড়ুন: আরজি করের CCU-তে চলছে অনিকেতের চিকিৎসা,🍨 এখন কেমন আছেন তিনি?)
আরও পড়ুন: 'বন্ধু হারাল ফ্র♏ান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফর🤪াসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর
আরও পড়ুন: বাংলাদেশের শক্তিপীঠে যশোরেশ্꧃বরী দেবীর মুকুট চুরি, ২০২১ সালে উপহার দিয়েছিলেন মোদী
এদিকে নয় সিইও-র নাম ঘোষণার আবহে আজ সকাল থেকেই ঊর্ধ্বমুখী বন্ধনের শেয়ারের দাম। আজ বেলা ১১টা ২৫ মিনিট নাগাদ বন্ধন ব্যাঙ্গের শেয়ারের দাম ছিল ২০৭.৫৮ টাকা। যা কি না গত সেশনের তুলনায় ১৯.৮৮ টাকা বা ১০.৫৯ শতাংশ বেশি। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দাম সর্বোচ্চ ২০৯.৫০ টাকা ছুঁয়েছিল। (আরও পড়ুন: উৎসবের মাঝেই সরকারি কর্মীদের জন্যে 🌼'দুঃসংবাদ', এবার ছাঁটাই করতে পারে সরকার)
উল্লেখ্য, আজ শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই বন্ধন ব্যাঙ্কের শেয়ার🃏ের দাম ছিল ২০২ টাকা। আজ সর্বনিম্ন ১৯৮.৪৫ টাকায় গিয়ে ঠেকেছিল সংস্থার শেয়ারের দাম। গতকাল শেয়ার বাজারের লেনদেন শেষ হওয়ার মুহূর্তে বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দর ছিল ১৮৭.৭০ টাকা। উল্লেখ্য, গত ৫২ সপ্তাহে বন্ধন ব্যাঙ্কের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৬৩.১০ টাকা এবং এই একবছরে বন্ধনের সর্বনিম্ন শেয়ারের দাম ১৬৯.১৫ টাকা। বর্তমানে বন্ধন ব্যাঙ্কের মার্কেট ক্যাপিটালাইজেশন ৩৩.৪৪ হাজার কোটি টাকা। সংস্থার পিই রেশিও ১৩.০১। এবং ডিভিডেন্ড ইয়েল্ড হল ০.৭২ শতাংশ।