এবার নিজস্ব ক্রেডিট কার্ড আনতে চলেছে বন্ধ ব্যাঙ্ক। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করে এমটাই জানালেন বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ। ব্যাঙ্কের বহুমুখীকরণের পরিকল্পনা ফলে, প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের খুচরো ল🍃োন বুক-এর পরিমাণ ৮৭% বৃ🐲দ্ধি পেয়েছে। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ ৭১ শতাংশ। এই ত্রৈমাসিকে ব্যাঙ্ক এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে ৮ বছরেরও কম সময়ে ব্যাঙ্ক তার শাখার সংখ্যা তিনগুণ করেছে। একই সময়ে মোট ব্যবসার পরিমাণ বেড়েছে ২.১১ লক্ষ কোটি টাকার বেশি।
গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাস🍌িকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত এবং ঋণ) ৩১ মার্চ, ২০২৩ তারিখ অবধি ১১% বৃদ্ধি পেয়ে ২.১১ লক্ষ কোটꦅি টাকায় পৌঁছেছে ৷
গত আর্থিক বছরের একই সময়কালের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের ডিপোজিট বুক ১৬% বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণ বর্তমানে ১.০৮ লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত বর্তমানে ৩৬ শতাংশ। গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্ক প্রদত্ত ঋণের পরিমাণ প্রায় ৭% বৃদ্ধি প🌱েয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমাণ এখন ১.০৩ লক্ষ কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের অবস্থা কতটা সুস্থিরত তা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৯.৮% , যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।
এই ফলাফল প্রকাশ কর﷽ে চন্দ্রশেখর ঘোষ বলেন, 'আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকটি ব্যাঙ্কের জন্য একটি খুব ভারসাম্যপূর্ণ ত্রৈমাসিক। ব্যাঙ্কের বহুমুখীকরণ পরিকল্পনা অনুযায়ী, ব্যাঙ্ক তার রিটেল ব্যাঙ্কিং পোর্টফোলিও আরও বিস্তারের মনোনিবেশ করছে।' তিনি জানান, চলতি আর্থিক বছর আরও ভালো ফলের আশা করছে বন্ধন ব্যাঙ্ক। নিজস্ব ক্রেডিট কার্ড আনার প্রসঙ্গে তিনি জানান, প্রক্রিয়া চলছে বাজারে তা আনবে বন্ধন ব্যাঙ্ক।