গত জুলাই-অগাস্ট মাস জুড়ে বাংলাদেশ যে গণ-অভ্যুত্থানের সাক্ষী থেকেছে, তা ইতিহাসের পাতায় মর্যাদা সহ🔴কারে চিরস্মরণীয় করতে রাখতে উদ্যোগী হলেন সেদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মহ ইউনুস।
সোমবার উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ঢাকা শহরের গণভবন পরিদর্শন করেন মহম্মদ ইউনুস। সেই সময়েই অন্য উপদেষ্টাদের মহম্মদ ইউনুস নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থান নিয়ে মিউজি𓆉য়াম বা সংগ্রহশালা গড়ে তুলতে হবে। গণভবনেই তৈরি হবে সেই জাদুঘর।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন থাকাকালীন এই গণভবনই ছিল শেখ হাসিনার বাসভবন। তি🐽নি সেই ভবন ছেড়ে যাওয়ার পর সেখানে কার্যত তাণ্ডব চালাতে দেখা গিয়েছিল উন্মত্ত জনতাকে।
এদিন মহম্মদ ইউনুস তাঁর এক্স হ্যান্ডেলে গণভবন পরিদর্শনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে,🧸 গণভবনের ভিতরের অংশ কার্যত ꦯপরিত্যক্ত ও বিধ্বস্ত ইমারতের রূপ নিয়েছে!
ওই নির্মাণের উপর দিয়ে যে অনেক ঝড় বয়ে গিয়েছে, তার প্রমাণ ছড়িয়ে রয়েছে 🌸সর্বত্র। দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে নানা রঙের গ্রাফিতি। অপটু হাতে রয়েছে🐲 তৈরি করা সেইসব গ্রাফিতি ছাড়াও রয়েছে নানা স্লোগান, দাবি, অভিযোগ।
বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের দ✨াবি, গত ৫ অগাস্ট, শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ছেড়ে চলে যান, সেদিনই গণভবনের ভিতরে ঢুকে এইসব দেওয়াল লিখন ও গ্রাফিতি তৈরি করেছেন প্রতিবাদীরা।
বাংলাদেশি সংবাদমাধ্যমের আরও দাবি, এদিন গণভবন পরিদর্শনের সময় হাসিনা সরকারের আমলে কুখ্যাত 'আয়নাঘর'-এ🃏র প্রসঙ্গ তোলেন তিনি।
প্রধান উপদেষ্টার নির্দেশ, আগামী দিনে এই গণভবনে যে সংগ্রহশালা গড়ে তোলা হবে, সেখানে জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্ꦍথানের ইতিহাস সংরক্ষণের পাশাপাশি বহু চর্চিত আয়নাঘরেরও প্রতীকী উপস্থাপনা তৈরি করা হবে✨।
হাসিনাবিরোধীদের অভিযোগ, যে বা যাঁরা তাঁর এবং তাঁর সরকারের বিরোধিতা করতে🍃ন, তাঁদের ওই গোপন আয়নাঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হত। সেইসব বন্দিদের উপর অকথ্য অত্যাচারেরও অনেক অভিযোগ রয়েছে।
মহꦺম্মদ ইউনুসের স্পষ্ট নির্দেশ, হাসিনাꦅ সরকারের নির্যাতন যাতে মানুষ চিরকাল মনে রাখে, তার জন্যই আয়নাঘরের প্রতীকী উপস্থাপনা গণভবনের সংগ্রহশালায় সযত্নে সংরক্ষিত থাকবে।
বাংলাদেশি সংবা🃏দমাধ্যমের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, এদিন মহম্মদ ইউনুসের সঙ্গে যাঁরা গণভবন পরিদর্শন করেন, সেই দলে ছিলেন - উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম এবং আসিফ মামুদ।
পরবর্তীতে নাহিদ ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্য়েই এই সংগ্রহশালা নির্মাণে👍র প্রস্তাব চূড়ান্ত করে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এই কাজ যাতে সুষ্ঠুভাব꧟ে হয়, তার জন্য বিভিন্ন দেশের সংগ্রহশালা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ কর꧃ারও নির্দেশ দিয়েছেন মহম্মদ ইউনুস।
নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রধান উপদেষ্🐭টার নির্দেশ মেনেই তাঁরা আন্তর্জাতিক ꧃বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সংগ্রহশালা নির্মাণের প্রস্তাব চূড়ান্ত করবেন।