বাংলাদেশের কিশোরগঞ্জে এক হিন্দু পরিবারের চার সদস্যকে খুন করা হল মঙ্গলবার রাতে। রিপোর্ট অনুযায়ী, খুন হওয়া চারজনের মধ্যে দুই শিশু ছিল। এছাড়াও এই ঘটনায় খুন হয়েছেন এক গর্ভবতী যুবতী। রিপোর্টে জানানো হয়েছে, মৃতরা হলেন - জনি বিশ্বাস (বয়স ৩২ বছর), তাঁর স্ত্রী নিপা রানি বিশ্বাস (বয়স ২৬ বছর), তাঁদের দুই সন্তান কথা (বয়স ৪ বছর) এবং ধ্রুব বিশ্বাস (বয়স ৮ বছর)। পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে বাংলাদেশে বিগত কয়েকদিন ধরেই হিন্দুদের ওপর হামলার ঘটনায় এমনিতেই সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে। এই আবহে হিন্দু পরিবারের খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই কিশোরগঞ্জের পরিস্থিতি আরও থমথমে হয়ে যায়। এই আবহে স্থানীয় পুলিশ দাবি করেছে, হয়ত পরিবারকে খুন করে আত্মঘাতী হয়েছিল জনি। (আরও পড়ুন: চিন্ময় প্রভুর🐠 পর ফের এক হিন্দু সন্ন্যাসী গ্রেফতার বাংলাদেশে, দাবি রিপোর্টে)
আরও পড়ুন: ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল দ🌜িল্লির প্রশন্ত ব🅠িহার এলাকা: রিপোর্ট
আরও পড়ুন: 'হিন্দুদের ওপর ধারাবাহিক আক্রমণ...', বাংলাদেশ নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা গান🍨্ধী
প্রসঙ্গত, এর আগে সম্প্রতি বাংলাদেশে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। তাঁর গ্রেফতারির পর থেকে আরও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে 'বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের' ব্যানারে আন্দোলন করছে। সেই জোটের মুখপাত্র করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুও। সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। গত ৩১ অক্টোবর চিন্ময় দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা। (আরও পড়ুন: বাংলাদেশে𓂃 হিনꦚ্দুদের ওপর হামলা নিয়ে 'ভুয়ো ভিডিয়ো' পোস্ট শুভেন্দু অধিকারীর!)
আরও পড়ুন: 'ইসꦬকনকে তাড়ানো হাতের ময়🙈লা', বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন নেতা সারজিস আলম
আরও পড়ুন: চিন্ময় প্রভুর নামে এবার শিশু ধর্ষণের ভুয়ো অভিযোগ বাংলাদেশে, 🍒ভাইরাল 'ভিডিয়ো'
সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযোগ, চিন্ময় প্রভুকে কারাগারে ওষুধ দিতে দেওয়া হয়নি পুলিশের তরফে। ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনার জেরে বাংলাদেশে সংখ্য়ালঘুদের মধ্য়ে শোরগোল পড়ে যায়। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছে। এদিকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন কয়েক হাজার হিন্দু। এরই মধ্যে প্রতিবাদী বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠেছে। (আরও পড়ুন: কিছুটা হলেওꦅ স্বস্তি রাজ্য সরকারꦜি কর্মীদের, অবশেষে বাড়ল ডিএ, তবে তা ৩ শতাংশও নয়!)
আরও পড়ুন: শীঘ্রই 'খেলা' দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড়, পালটে যাবে বাংল🌠ার আবহা✅ওয়াও
২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে বাইরে হিন্দু সম্প্রদায়ের অনেকে জড়ো হয়েছিলেꦓন চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ জানাতে। সেই জনতার ওপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠ𒁃েছে। এদিকে এই সংঘর্ষে এক আইনজীবী খুন হন। এদিকে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬। সেদিন সংঘর্ষে এক আইনজীবী নিহত হন বলেও দাবি করা হয়। সেই খুনের ঘটনায় ৭ জন হিন্দুকে গ্রেফতার করেছে পুলিশ।