২০২৫ সালে সܫরকারি ছুটির তালিকা ঘোষণা করল বাংলাদেশ সরকার। আগামী বছর সরকারি ছুটির সংখ্যা সেদেশে মোট ২৬টি। উল্লেখ্য, শেখ হাসিনার গদিচ্যূতির পর বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে ইউনুস সরকার। এবার মহম্মদ ইউনুসের সরকারের শাসনাধীন অন্তর্বর্তী সরকারের তরফে ঘোষণা করা হয়েছে পরের বছরের সরকারি ছুটির তালিকা। দেখে নেওয়া যাক বাংলাদেশে আগামী বছরে কতদিন ছুটি ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকোন উৎসব উপলক্ষ্যে।
মহম্মদ ইউনুস সরকারের সিদ্ধান্ত:-
বৃহস্পতিবার বাংলাদেশের তেজগা🦩ঁওয়ের প্রধা♓ন উপদেষ্টার কার্যালয়ে সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠকের পরই সাংবাদিকদের জানানো হয়েছে আগামী বছর বাংলাদেশে কতদিন সরকারি ছুটি রয়েছে। কোন কোন উৎসব ও পার্বন উপলক্ষ্যে কতদিনের ছুটি, তাও জানানো হয়েছে।
( Iꦐndia Vs Canada: ভারতের অনুরোধ সত্ত্বেও বিষ্ণোই গ্যাং নিয়ে পদক্ষেপ করেনি কানাডা, আড়ালে ‘রাজনৈতিক উদ্🥂দেশ্য’- বলছে দিল্লি)
ছুটির তালিকা:-
আগামী ꩲবছর বাংলাদেশে সাধারণ ছুটি ১২ দিনের। ১৪ দিন ছুটি রয়েছে নির্বাহী আদেশে। ১২ দিনের মধ্যে ৫ টি ছুটি সাপ্তাহিক ছুটির মধ্যে চলে যাচ্ছে। ১৪ দিনের নির্বাহী আদেশের ছুটিও চলে যাচ্ছে ৪ টি সাপ্তাহিক ছুটির মধ্যে।
ইদের ছুটি
তালিকা অনুযায়ী, ইদ-উল-আজাহে বাংলাদেশে মোট ৬ দিন ছুটি থাকবে। ইদ উল ফিতরে মোট ৫ দিন ছুটি থাকবে। সময় অনুযায়ী ইদ উল ফিতর হতে পারে আগামী বছরের ৩১ মার্চ, (চাঁদ দেখার সময় অনুযায়ী)। এদিন সাধারণ ছুটি থাকবে, ইদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ ও পরের দুই দিন ১ ও ২🅷 এপ্রিল থাকবে নির্বাহী আদেশের ছুটি। এছাড়াও ২০২৫ সালে ইদ উল আজাহ হতে পরে ৭ জন (যদিও তা নির্ভর রয়েছে চাঁদ দেখার সময় অনুসারে)। ওই দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে ২ দিন, অর্থাৎ ৫ ও ৬ জুন এবং পরের তিনদিন ৮,৯,১০ জুন নির্বাহী আদেশের ছুটি হবে।