বাংলাদেশের ভোটে শাসক বা বিরোধী কোনও পক্ষের লোকজন যদি ভোটে অশান্তি পাকান বা ভোট প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করেন তবে এবার আমেরিকার ভিসা পেতে তিনি তাঁর পরিবার সমস্যায় পড়তে পারেন। শুক্রবার সন্ধ্যায় আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের জন্য় এই ভিসা নীতি গ্রহণ করা হয়েছে। মনে করা হচ্ছে এই নীতি প্রয়োগ করার জেরে এবার ভোটে অশান্তি পাকানোর আগে দুবার ভাববেন বাংলাদেশে𒈔র শাসক বিরোধী উভয় পক্ষের নেতারাই। কার𒁏ণ এই ধরণের গণ্ডগোলের অভিযোগ তাদের বিরুদ্ধে থাকলে পরবর্তীতে তিনি আমেরিকা যাওয়ার ভিসা না পেতে পারেন। এতে আখেরে তাদেরই সমস্যা হতে পারে।
কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের ভোটে কিছুটা হলেও অযাচিতভাবে নাক গলাতে শুরু করে দিয়েছে আমেরিকা। ভিসা নীতির ব্যাপারে গত মে মাসেই ইঙ্গিত দিয়েছিল আমেরিকা। এবার সেটাই একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের হাসিনা সরꦺকার এভাবে আগ বাড়িয়ে বাংলাদেশের ভোটের কাজে আমেরিকার অযাচিত মন্তব্য করাটা একেবারেই মেনে নিতে পারছে না। ইতিমধ্য়েই বাংলাদেশ এনিয়ে ভারতের কাছে আর্জি জানিয়ে বলেছিল এই ধরনের হস্তক্ষেপ আমেরিকা বন্ধ করুক।
তবে আমেরিকার দাবি, তারা চায় বাংলাদেশে গণতন্ত্র বজায় থাকুক। ইতিমধ্য়েই বাংলাদেশে দুটি টিম পাঠিয়েছিল আমেরিকা। তারা ভোটের আগের পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল,✅ সেখানকার নির্বাচন কমিশের সঙ্গেও তারা দেখা করেছে বলে খবর। এবার তার সঙ্গে যুক্ত হল বাংলাদেশের জন্য় বিশেষ ভিসা নীতি।
ভোটে গণ্ডগোল পাকালেই তাদের জন্য আমেরিকার দরজা বন্ধ। এদিকে জানুয়ারির প্রথম দিকে বাংলাদেশে ভোট হওয়ার কথা রয়েছে। ২০১৮ সালের ভোটের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য় দেশের অন্দরে নানা চেষ্টা চলছে। তবে তার মধ্য়েই বিরোধীরাও সুর চড়াতে শুরু করেছে। তবে তার মধ্যেই এবার আসরে নেমে পড়ল আমেরিকা। ইতিমধ্য়েই তারা দলও পাঠিয়ে দিয়েছিল। তবে এভাবে ভারতের ﷽প্রতিবেশী দেশের ভোট পরিস্থিতিতে আগ বাড়িয়ে আমেরিকার কী স্বার্থ রয়েছে তা নিয়েও চর্চা চলছে পুরোদমে।
এদিকে জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই মুখোমুখি হয়েছিলেন হাসিনা ও বাইডেন। হেসে হেসে দু'জনকে অনেকক্ষণ কথা বলতেও দেখা গিয়েছিল। পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে ছবিও তোলেন বাইডেন-হাসিনা। উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা নিয়ে ঢাকার ওপর ক্রমাগত 'চাপ' সৃষ্টি করেছে আমেরিকা। এই আবহে দিল্লির শরণাপন্ন হ🌊য়েছিল বাংলাদেশ। তবে এবার বাংলাদেশের জন্য ঘোষণা করা হল বিশেষ ভিসা নীতি। সৌজন্যে আমেরিকা।