সরকার সারাদেশে প্রতি এলাকায় দিনে এক ঘণ্ট♋া করে লোডশেডিংয়ের কথা বললেও বাস্তবে কোথাও কোথাও দিনে ৯ ঘণ্টাও হচ্ছে৷ লোডশেডিংয়ের নতুন যে শিডিউল দেয়া হয়েছে তাতে কোথাও দিনে তিন ঘণ্টার কম লোডশেডিং নেই৷
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডয়চে ভেলের কাছে দিনে এক ঘণ্টা লো🐬ডশেডিংয়ের নতুন ব্যাখ্যা দিয়েছে৷ তারা 🍬বলছে, পুরো দিনে এক ঘণ্টা লোডশেডিং নয়৷ যখন লোডশেডিং করা হবে, তখন টানা সর্বোচ্চ এক ঘণ্টা করা হবে৷ এটা দিনে একাধিকবারও হতে পারে৷
১৯ জুলাই থেকে বিদ্☂যুতের এই রেশনিং শুরু হয়৷ তখন বলা হয়েছিল, প্রথম সাত দিন ২৪ ঘণ্টায় এক ঘণ্টা করে লোডশেডিং করা হবে৷ পরে পরিস্থিতি বুঝে দুই ঘণ্টা করা হতে পারে৷ ২৫ জুলাই এক সপ্তাহ শেষে দুই ঘণ্টা বা তার বেশি লোডশেডিংয়ের কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি৷
আরও পড়ুন: Bangladesh Power crisis- লোডশেডিং কি বিদ্যুৎ🌸 পরিস্থিতি সামাল দিতে পারবে?
কিন্তু বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ২৬ জুলাইয়ের যে লোড💞শেডিং শিডিউল প্রকাশ করেছে, তাতে সর্বনিম্ন তিন ঘণ্টা থেকে সর্বোচ্চ নয় ঘণ্টার লোডশেডিং করা হচ্ছে৷ সিলেট অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ৷ সিলেটের কোথাও চার ঘণ্টার কম লোডশেডিং নেই৷ সর্বোচ্চ নয় ঘণ্টা সেখানেই৷