বাংলাদেশে বছরের মাঝামা💎ঝি সময়ে ছাত্র-গণ আন্দোলনের জেরে মসনদ থেকে চ্যুত হন শেখ হাসিনা। আওয়ামি লিগের নেত্রী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী গদি ছেড়ে সেই দুপুরেই চলে আসেন ভারতে। এদিকে, হাসিনা পরবর্তী আমলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার এবার আনছে বাংলাদেশের নতুন ৪ ধরনের নোট। প্রশ্ন হল ইউনুস আমলে কি বঙ্গবন্ধু মুজিবর রহমানের ছবি বাংলাদেশের নয়া ছাপানো টাকায় থাকবে?
পাল্টাচ্ছে নকশা:-
বাংলাদেশে আসছে, ২০, ১০০,৫০০,১০০০ টাকার নতুন নোট। এমনই নোটগুলির নকশা বদলের সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার। আগামী ৬ মাসের মধ্যে বাজারে এই নয়া ৪ নোট আসতে পারে। প্রশ্ন হচ্ছে, নতুন আসা টাকার নোটে কী কী ধরনের নকশা থাকতে পারে? জানা যাচ্ছে, নতুন নোটে থাকবে না শেখ মুজিবর রহমানের ছবি। নতুন আসতে চলা নোটে থাকবে বাংলাদেশের জুলাই বিপ্লবের গ্রাফিটি, থাকবে ধর্মীয় স্থানের নকশা। যে বিপ্লবই শাসন থেকে উৎখাত 💮করেছে হাসিনা সরকারকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ও অর্থমন্ত্রকও নিশ্চিত করে দিয়েছে যে বাংলাদেশের নতুন আসন্ন ৪ নোটে আর থাকবে না মুজিবর রহমানের ছবি। আপাতত চারটে নতুন নোট যা আসছে তাতে নকশায় পরিবর্তন হবে। অর্থাৎ ২০♛, ১০০,৫০০,১০০০ টাকার নোটগুলিতে নকশা পরিবর্তন করা হবে। এরপর ধাপে ধাপে বাংলাদেশের সব ধরনের নোটে নকশা পাল্টে যাবে। ফলে আগের মতো মুজিবর রহমানের ছবি বাংলাদেশের ২০, ১০০,৫০০,১০০০ টাকার নোটে আর দেখা যাবে না।
বাংলাদেশের টাঁকশাল বেশিরভাগ নোট ছাপানো আপাতত বন্ধ রেখেছে সরকার পরিবর্তনের পরে। এদিকে, সেপ𒁏্টেম্বর থেকেই বাংলাদেশের টাকার নকশা পাল্টানোর কাজ শুরু করে দিয়েছে ইউনুস সরকার। সেদেশে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের অর্থ মন্ত্রকের তরফে একটি চিঠি যায় ব্যাঙ্কগুলির কাছে। সেই সময়ই এই নয়া নোচ ছাপানোর বার্তা দেওয়া হয়। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ আসবে সেদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। এই কমিটিতে রয়েছেন চিক্রশিল্পীরা। তাঁরা নকশা চূড়ান্ত করে সরকারের কাছে পাঠানোর পর তা অনুমোদিত হয় বাংলাদেশে। বর্তমান বাংলাদেশে, ১,২,৫,১০,২০,৫০, ১০০ এ🦂বং ২০০,৫০০,১০০০ টাকার নোট প্রচলিত রয়েছে। এরমধ্যে ২ টাকা থেকে ১০০০ টাকার নোটে রয়েছে শেখ মুজিবর রহমানের ছবি। এছাড়াও ধাতব মুদ্রাতেও তাঁর ছবি রয়েছে।