আজ, বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে। তবে তার মধ্যেই বড় দাবি করে বসলেন শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তিনি লন্ডন যাবেন কিনা তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। ব্রিটেন রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না বলে আগেই জানিয়েছিল। এবার মা শেখ হাসিনার লন্ডন যাওয়ার গুঞ্জন খারিজ করে দিয়ে ছেলে জয় জানিয়ে দিলেন, নয়াদিল্লিতেই থাকবেন শ♛েখ হাসিনা। আর তাও ক꧂িছুদিনের জন্য। তারপরের যাত্রা নিয়ে কিছু জানাননি হাসিনা তনয়।
এদিকে পদত্যাগের পর সাজিব বলেছিলেন, আর রাজনীতিতে ফিরবেন না তাঁর মা শেখ হাসিনা। কিন্তু দু’দিন কাটতেই দলের নেতা–কর্মীদের সাহস রাখার বার্তা দিয়েছেন জয়। তাঁর বক্তব্য, ‘আওয়ামী লিগকে শেষ করা কখনই সম্ভব নয়। আওয়ামী লিগ মরে যায়নি। আমর🧸া আছি। এই দল দেশকে স্বাধীন করেছে। আমাဣদের শেষ করা সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লিগকে দরকার। এই দল ছাড়া সেটা সম্ভব নয়। আর আমাদের নেতা–কর্মীদের উপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে কেউ হাল ছাড়ছি না। আওয়ামী লিগকে রক্ষা করার জন্য যা করা প্রয়োজন তাই করব।’
আরও পড়ুন: আজ থেকেই শুরু হচ্ছে রাস্তা ম♌েরামতির কাজ, খানাখন্দ–গর্ত ঠিক করতে এল 🧸নির্দেশ
অন্যদিকে আবার কবে বাংলাদেশে আওয়ামী লিগ ক্ষমতায় আসবে? শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন? এই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ হাসিনা তনয়ের মন্তব্যের পর এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এক সংবাদসংস্থাকে জয় সাক্ষাৎকারে বলেন, ‘বিদেশে পাড়ি দেওয়ার সবটাই গুজব। তিনি এমন কোনও সিদ্ধান্ত নেননি। তিনি নয়াদিল্লিতে গিয়েছেন কিছু সময় কাটানোর জন্য। আ🉐মার বোন আছে সেখানে। তিনি ওখানে একা নন।’ আপনি কি রাজনীতিতে আসছেন? এই প্রশ্নের জবাবে জয়ের বক্তব্য, ‘এই মুহূর্তে এমন কোনও পরিকল্পনা নেই। এই নিয়ে তৃতীয়বার আমাদের পরিবারের বিরুদ্ধে এমন ঘটনা ঘটানো হল।’