মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ডাকাতির ঘটনায় বাংলাদেশি ডাকাতদের জড়িত থাকার কথা জানা গিয়েছে। এবার ত্রিপুরায় বাংলাদেশি পাচারকারীরা বিএসএফ জওয়ানকে অপহরণ করার চেষ্টা করে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, রবিবার দুপুরে ত্রিপুরায় এক বিএসএফ জওয়ানের থেকে তাঁর রেডিও সেট এবং অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর সেই জওয়ানকে অপরহণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই পাচারকারীরা। পরে রবিবার সন্ধ্যায় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এই নিয়ে কমান্ডান্ট পর্যায়ে বৈঠক করে বিএসএফ। সেই সময় বাংলাদেশ বর্ডার গার্ড সেই সব চুরি যাওয়া অস্ত্র এবং রেডিও ফিরিয়ে দেয় বিএসএফ-কে। (আরও পড়ুন: প্রশাসনকে আদালতে♚র 'কানমল𒉰া', সরকারি কর্মীদের 'লাভ' ১.৪১ কোটি টাকার!)
আরও পড়ুন: 'রাজ্যে লোকসভার প🐎াশাপাশি বিধানসভাতেও এগিয়ে BJP', নয়া সমীক্ষায় চটল শাসকদল
আরও পড়ুন: TMC'র শক্ত ঘাঁটি বসিরহাটে কত লিডে আছে ঘাসফুল? সন্দেশখালির ভ𝓀োট সমীকরণই বা কী?
এই ঘটনা প্রসঙ্গে এক বিএসএফ আধিকারিক জানান, দুপুর নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্তের গেট নম্বর ১৯৬-এর কাছে কমলচেড়া এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে টহল দিচ্ছিলেন ভোলা নামক এক জওয়ান। দুপুর দেড়টা নাগাদ বাংলাদেশি দুষ্কৃতীদের একটা দল বেআইনি ভাবে সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করে। এদিকে সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানকে উত্তক্ত করতে থাকে তারা। গালিগালাজ দিতে শুরু করে। এদিকে সেই পাচারকারীদের অনুপ্রবেশ রুখতে ভোলে গেট দিয়ে ঢুকে নোম্যানস ল্যান্ডে যান। এরপরই নাকি সেই বিএসএফ কর্মীকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাচারকারীরা। (আরও পড়ুন: ভাতার না🤪মে কর্মীদের ঠকিয়েছে সরকারি সংস্থা! হাজার হাজার টাকা 'বকে♉য়া' মেটানোর দাবি)
আরও পড়ুন: বেতন থেক♉ে কাটছে টাকা, 'সরকার নিজের পকেট ভরাচ্ছে', বিস্ফোরক রাজ্যের কর্মীরা
আরও পড়ুন: ঝাড়গ্রামে শুকিয়েছে পদ্ম,✨ একুশের নিরিখে বিধানসভা ধরে🌱 ধরে কত লিড TMC'র?
ঘটনার পরে বিএসএফ-এর তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, পাচারকারীরা কনস্টেবল ভোলেকে মারধর করে🔯 এবং তাকে জোর করে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ভোলে সেখান থেকে ༺পালিয়ে বাঁচতে সক্ষম হন। তার আগে অবশ্য তাঁকে বাঁশ, লোহার রড দিয়ে মারা হয়। এর জেরে তিনি গুরুতর ভাবে জখম হয়েছেন। সেই সময় ভোলের কাছে থাকা অস্ত্র এবং রেডিও সেট চুরি করে নেওয়া হয়। পরে বিএসএফ-কে সেই অস্ত্র এবং রেডিও ফিরিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ।